Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে Ola, বুকিং মাত্র ৪৯৯ টাকায়
জীবনযুদ্ধ সামনের দিকে এগিয়েছে তথ্য মানুষের গতি বেড়েছে। আরে গতিকে বাড়ানোর ফলে সমস্ত মানুষের পক্ষে চারচাকা বড় গাড়ি কেনা সম্ভব হয়না, তাই এখন স্কুটার বাইক এর বিক্রি অনেকটাই বেড়ে গেছে সম্প্রতি ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক স্কুটার এর চাহিদা বেড়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় গোটা ভারতবর্ষে জুড়েই দেখা যাচ্ছে।
চাহিদার কথা মাথায় রেখে Ola, ক্যাব সার্ভিসের পাশাপাশি মানুষের চাহিদা অনুযায়ী S1 এবং S1 Pro নামে দুটি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসবে ঘোষণা করেছে। তবে এর মধ্যে কিছু জটিলতা দেখা যায়। পরবর্তীকালে চলতি মাসের ১৬ তারিখ দ্বিতীয় পারচেজিং উইন্ডো খোলার কথা কোম্পানির তরফ থেকে ভাবনা চিন্তা করা হয়। নতুন বছরের শুরুতেই আসতে চলেছে Ola S1 ও S1 pro. ক্রেতাদের জন্য সুখবর, মাত্র ৪৯৯ তেই আগে থেকে বুকিং করা যেতে পারবে। এতে ব্যাটারি 3.97 KWH. এই স্পিড তোলার ক্ষমতা রাখে ১১৫ কিমি।