whatsapp channel
Hoop StoryHoop Video

এটি কার বাড়ির দরজা চিনতে পারছেন? ফিরে যাবেন নাকি ছোটবেলায়!

ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কার বাড়ি? ফিরে গেছেন তো বেশ কয়েক যুগ আগে? মানে আপনাদের ছোটবেলায়। বর্তমানে যতই ভীম, ডোরেমন আসুক না কেন, সেই ছোটবেলার টম আর জেরির লড়াই কিন্তু মানুষ এখনো ভুলতে পারেননি, এখনো সেগুলো কিন্তু ছোটবেলাকে মনে করিয়ে দেয়। ভিডিওটা দেখে দেখুন তো একবার ছোটবেলায় ফিরে গেলেন কিনা –

কোন রকমে স্কুলের পড়াশোনা আরম্ভ করার পরেই আমাদের নজর থাকতো কখন টিভি খুলে এই দুষ্টু, মিষ্টি বিড়াল আর ইঁদুরের ঝগড়া আমরা দেখব, তবে ঝগড়া হতো না। শেষ পর্যন্ত কিন্তু ভাব হয়ে যেত, ইঁদুরের এই ছোট্টখাটো দুষ্টুমি দেখেই কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমরা পার করেছি। আরেকটা ভিডিও দেখবেন নাকি –

টেলিভিশনের পর্দায় এই ছোট ছোট সুখ স্মৃতিগুলি এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে দেখা যায়, তাই আপনার যদি কখনো দেখতে ইচ্ছা করে তাই টেলিভিশনের নানান কার্টুনের অনুষ্ঠানকে বাদ দিয়ে অপেক্ষা করতে হবে না, চটজলদি সোশ্যাল মিডিয়ার যে কোন প্লাটফর্মে গিয়ে খুলে ফেলুন, আপনার পছন্দের প্রিয় এই কার্টুনের অনুষ্ঠানটি। টম এন্ড জেরি হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিও তৈরি ও বর্তমানে হ্যানা বার্বেরা স্টুডিওতে তৈরি জনপ্রিয় কার্টুন অনুষ্ঠান। এতে টম একটি বিড়াল এবং জেরি একটি ছোট ইঁদুর, যাদের নানা রকম দুষ্টুমি এই কার্টুনের মূল বিষয়। এই ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা। এই সমস্ত ভিডিও দেখে দেখেও যদি মনে হয়, আরো দেখি তাই আর দেরি না করে Hoophaap- এর পাতায় দেখে ফেলুন আরেকটা মজাদার টম আর জেরির দুষ্টুমির ভিডিও –

whatsapp logo