Hoop VideoHoop Viral

Dance Video: কাজলকে পেয়ে নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, জুটির কেমিস্ট্রি ঘুম কাড়বে

পবন সিং এক ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার পবন এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

ভোজপুরি সিনেমার জগতে আমরা প্রত্যেকেই পবন সিং কে চিনি, তবে পবন সিং শুধুমাত্র একজন অভিনেতা নয়। যদি একটু খেয়াল করেন, তিনি একজন খুব ভালো গায়ক। সিনেমা জগতের রীতিমতন তোলপাড় ঘটিয়েছেন তিনি অনেক নামকরা অভিনেত্রীদের সঙ্গে। তিনি মাখোমাখো দৃশ্যের অভিনয় করে, এখনো সবার মন জয় করে নিয়েছেন। খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদবের মতন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে রীতিমতন পাল্লা দিয়েছেন তিনি।

২০০৮ থেকে তিনি তার সিনেমা জগতে চলা শুরু করেন। তারপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি ২০২৩এও তিনি যেন একেবারে চির যুবক। কখনো পাজামা পাঞ্জাবি পরে কখনো আবার ভীষণ সেজেগুজে কখনো আবার স্যান্ডো গেঞ্জি পরে একেবারে ঘরের ছেলে হয়ে নেচে সকলের মন জয় করেছেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অভিনেত্রীরা মোনালিসা, আম্রপালি দুবে, কাজল রাঘবানির সঙ্গে প্রচুর হিট হিট সিনেমা দিয়েছেন তিনি।

‘বালিয়া কে কানিয়া’ সাধারণ এই গানের সঙ্গে দুর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হলেন পবন সিং এবং কাজল রাঘবানি। সাদা কালো পোশাকে দুজনকেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে খোলা মাঠে কাজলকে দেখে কিছুতেই নিজেকে সামলাতে পারেননি অভিনেতা। Aara ke hothlali এই গানের সঙ্গে দারুন নেচে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলেন আবারও কাজল আর পবন সিং। সিনেমার নাম ‘ম্যানে উনকো সাজন চুনলিয়া’। মিউজিক দিয়েছেন ছোটে বাবা গানটি গেয়েছেন পবন সিং নিজেই। DRJ record dhun ইউ টিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সবাই। ১.৬ হাজার লাইক পরেছে। দেখে নিন অসাধারণ ভিডিও –