Hoop News

Fuel Price Today: সপ্তাহান্তে জেলায় জেলায় সস্তা হল পেট্রোল-ডিজেল! কলকাতায় দাম কি কমল?

বাজেটকে ঘিরে সাধারণ মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। বাজেটের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের দাম (Petrol Price) কমানো। দেশের সর্বত্র এই জ্বালানি তেলকে যদি জিএসটির আওতায় আনা যায়, দাম অনেকটাই কমবে বলে দাবি করেছেন অনেকে। প্রতিদিন এই ডিজেল পেট্রোলের দাম কমে আর বাড়ে। বাংলার কিছু জেলাতে দাম অনেকটাই কমেছে, তবে দেশের কিছু কিছু জায়গাতে দাম একই আছে বলে জানা যাচ্ছে। মুম্বাইতে কিছুদিন আগেই দাম কমানো হয়েছিল জ্বালানি তেলের।

কলকাতায় কত হল দাম?

আজ ২০ শে জুলাই কলকাতায় পেট্রোল, ডিজেলের দামে কোনো হেরফের ঘটেনি। কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটারে এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা লিটারে।

কোন জেলায় কত বদল পেট্রোলের দামে?

১) কোচবিহারে
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৫.৭১ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯২.৪৬ টাকা।

২) দার্জিলিংয়ে
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৪.৮০ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯১.৬১ টাকা।

৩) মালদায়
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৪.৭৩ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯১.৫৬ টাকা।

৪) বাঁকুড়ায়
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৫.২১ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯২.৪০ টাকা।

৫) নদিয়ায়
পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৯১ টাকা
ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬৫ টাকা।

৬) উত্তর দিনাজপুরে
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৫.২২ টাকা
ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০১  টাকা।

৭) উত্তর ২৪ পরগনায়
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৫.৩৬ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯২.১৫ টাকা।

৮) দক্ষিণ ২৪ পরগনায়
পেট্রোলের প্রতি লিটার দাম ১০৪.৯৫ টাকা
ডিজেলের প্রতি লিটার দাম ৯১.৭৬ টাকা।

আপনি যদি একজন BPCL গ্রাহক হন, যদি পেট্রল-ডিজেলের দাম দেখতে চান, তবে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান।

অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকে মানে এখনই পেট্রল ও ডিজেলের দাম কত তা জানতে পারবেন।

Related Articles