Hoop Life

Lifestyle: কলাগাছ লাগানোর আগে মনে রাখুন এই নিয়ম, ভাগ্যবদল ঘটবে নিশ্চিতভাবে

ভারতের প্রাচীন শাস্ত্রের মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। শুধু ভারতে নয়, গোটা এশিয়া ভূখণ্ডে এখনো বহুলভাবে প্রচলিত এই শাস্ত্র। বাস্তুশাস্ত্রে মূলত গৃহসজ্জা এবং তার বিভিন্ন রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। কোন জিনিস বাড়ির কোথায় রাখলে বাড়ির উপর ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে বা কোন জিনিস কোন দিকে রাখলে তার প্রভাব হবে মারাত্মক, তা বিস্তারিত আলোচনা করা হয় বাস্তুশাস্ত্রে। জীবনে এর জীবন্ত প্রভাব বর্তমান। তাই অনেকেই মেনে চলে বাস্তুশাস্ত্র।

এদিকে বাড়িতে নানা গাছ লাগানোর অভ্যেস আমাদের সকলের কমবেশি আছে। কেউ বাড়ির সামনে ফল ও সবজির বাগান তৈরি করেন, কেউ আবার জায়গার অভাবে বাড়ির ব্যালকনি ও ছাদে টবে নানা ফুলগাছ ও ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন। কেউ আবার বেডরুমের যেকোনো কোণায় বিভিন্ন ইনডোর গাছ লাগিয়ে থাকেন। বিজ্ঞান যেমন বলে ঘরের ভেতর গাছ লাগানোর সুফল, তেমনই বাস্তুশাস্ত্রেও এর উপযোগিতা সম্পর্কে বিশেষ উল্লেখ রয়েছে। এই প্রতিবেদনে আপনাদের জানাবো বাস্তুশাস্ত্র মতে যে গাছ লাগলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে, তার বিষয়ে।

সাধারণত কলাকে অশুভ বলে মনে করেন অনেকেই। তবে বাস্তুশাস্ত্র মতে, কলা গাছ কিন্তু আমাদের জীবনে ভালো প্রভাব ফেলতে পারে। তবে কলাগাছ সঠিক নিয়ম মেনে লাগলে তবেই ইতিবাচক ফল মিলবে। তাই কলাগাছ লাগানকর আগে বিশেষভাবে সচর্তন হওয়া উচিত এবং এর সঠিক নিয়ম মকনে রাখা দরকার। তাই এই বিষয়ে বাস্তশাস্ত্র বিশেষজ্ঞরা একটি বিশেষ বিধান দিয়ে থাকেন। বাস্তশাস্ত্র মতে, কলাগাছ যেহেতু ভিকগবান বিষ্ণুর প্রতীক, তাই এই গাছ লাগানোর ফল খুবই শুভ হতে পারে।

কলাগাছ লাগানোর বিশেষ কয়েকটি নিয়মের মকধ্যে রয়েছে এই গাছ লাগানোর সঠিক দিক। বাস্তশাস্ত্র মতে, বাড়ির পিছনে কলাগাছ লাগানো হলে বাড়ি থেকে সব নেতিবাচক শক্তি উধাও হয়ে যায়। যার সুফল লাভ করেন বাড়ির বাসিন্দারা। তবে কলাগাছের গায়ে খারাপ জল পড়া এক্কেবারে উচিত নয়। এর প্রভাবে চরিম দুর্দশা নেমে আসতে পারে বাড়ির সদস্যদের জন্য। এছাড়াও কলাগাছের আশেপাশে গোলাপ ফুলের গাছ লাগানো এক্কেবারে উচিত নয়। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্য, অনুমান ও সমীক্ষার ভিত্তিতে লেখা। বাস্তব জীবনে এসবের প্রভাব ব্যক্তিবিশেষে ভিন্ন হতেও পারে।

Related Articles