whatsapp channel
Hoop NewsHoop Story

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ, শোকের ছায়া সাহিত্য জগতে!

“সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা!
বেঁচে ছিলাম ব’লেই সবার কিনেছিলাম মাথা
আর তাছাড়া ভাই
আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে
নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে”

চোখের জল ধরে রাখা যায়না। চির ঘুমে বিদাই নিলেন কবি শঙ্খ ঘোষ। করোনা প্রাণ কেড়ে নিল কবিতা জগতের এই শিল্পীর। শিল্পী মহল থেকে সাংস্কৃতিক মহল, সব জায়গায় শোকের ছায়া।

বেশ কিছুদিন ধরে তার গায়ে জ্বর ছিল, গত সপ্তাহে করোনা পরীক্ষা করিয়েছিলেন কবি। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়াও তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরেই বেগতিক দেখে কবিকে জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি করতে হয়।

না এখন তিনি নেই। নব্বই ছোঁয়ার আগেই পরলোক গমন করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯। হাসপাতালের বেডে শুয়ে থাকতে চাননি তিনি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল।কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর কবিকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসা বিফলে যায়। চলে গেলেন উনি। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

চলে গেলেন যিনি কলকাতাকে দেখিয়েছিলেন। চলে গেলেন যিনি কবিতা এঁকে দিয়েছিলেন মানুষের মনে।

whatsapp logo