Rachana Banerjee: অবশেষে প্রিয় মানুষের কথা জানিয়ে দিলেন ‘দিদি নং-১’ রচনা ব্যানার্জী!

বাঙালির মহিলা মহলে তিনি থাকেন প্রতিটা সন্ধ্যেতে। টিভির পর্দায় সকলের প্রিয় দিদি তিনি। তিনি রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। একসময়ে তিনি ছিলেন টিনসেল দুনিয়ার হার্টথ্রব নায়িকা। একাধিক নায়কের সঙ্গে বেঁধেছেন পর্দার জুটি। বাংলা, হিন্দি এমনকি তামিল সহ একাধিক ভাষার ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আর একের পর এক ‘সুপারহিট’ ছবি উপহার দিয়েছেন ভক্তদের। তবে আজকাল তিনি সঞ্চালনায় খ্যাত। ‘দিদি নং-১’ রিয়েলিটি শো কমবেশি সকল বাঙালি মহিলাই পছন্দ করেন। তাই রচনা সকলের প্রিয় হয়েই রয়ে গেছেন।

তবে শুধু রিয়েলিটি শোয়ের পর্দা নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। সেটাই এখন তার একমাত্র ব্যক্তিগত মাধ্যম, যার মাধ্যমে তিনি ছুঁয়ে থাকেন ভক্তদের। নিজেকে সাবেকি হোক বা পাশ্চাত্য- নানা লুকে সাজিয়ে সেখানে ধরা দেন অভিনেত্রী। আবার বিদেশ বিভুঁইয়ে বেড়াতে গিয়েও সেখান থেকে ভক্তদের আপডেট দিয়ে থাকেন তিনি। তবে এসবের মাঝে নজর কাড়ে তার চিরহরিৎ যৌবন। বয়স চল্লিশ পেরোলেও এখনো একইভাবে যুবতী হয়ে আছেন অভিনেত্রী।

আর এবার সেই সামাজিক মাধ্যমেই এক অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। এক নন, তার এক প্রিয় মানুষের সঙ্গেই দেখা গেল রচনাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর এই ছবিতে তাকে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে। দুজনেই ধরা দিলেন সাবেকি সাজে। অভিনেত্রীর পরণে ছিল পিওর সিল্কের তৈরি দুধসাদা রংয়ের ফ্লোরাল প্রিন্টেড শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ। মুখে মানানসই মেকআপ লুকেই ধরা দিলেন অভিনেত্রী। অন্যদিকে প্রসেনজিতের পরণে ছিল ঘিয়ে ও লাল রংয়ের শেরওয়ানি এবং ম্যাচিং রংয়ের ময়ূরপুচ্ছ ধুতি। ঠিক যেন কোনো বিয়েবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত এক জুটি।

কোনো এক হোটেলের ফ্লোরে নানা পোজে অভিনেতার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন রচনা। কখনো তার কাঁধে হাত রেখেছেন বুম্বাদা, কখনো আবার মুখোমুখি হয়ে একে অপরের দিকে তাকিয়ে লেন্সবন্দি হয়েছেন তারা। ঠিক যেন ভিন্টেজ সিনেমার পল্ট ফুটে উঠল সামাজিক মাধ্যমের পর্দায়। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি’। আর দুজনকে ফের এক ফ্রেমে দেখেই নস্টালজিক হয়ে পড়েছেন তার ভক্তরাও। ভালোবাসায় ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)