whatsapp channel

Urfi Javed: বুকের উপর এক টুকরো কাপড় ঢেকে হাজির হলেন উরফি জাভেদ!

আবারো নিজেই নতুন অবতারে আবির্ভাব হলেন উরফি। বুকের উপরে এক টুকরো শুধু কাপড়ের খন্ড, ব্যাস এইভাবেই তিনি জামা কাপড় তৈরি করে অনুরাগীদের সামনে চলে এসেছেন। মেরুন রঙের এক টুকরো কাপড়…

Shreya Chatterjee

Shreya Chatterjee

আবারো নিজেই নতুন অবতারে আবির্ভাব হলেন উরফি। বুকের উপরে এক টুকরো শুধু কাপড়ের খন্ড, ব্যাস এইভাবেই তিনি জামা কাপড় তৈরি করে অনুরাগীদের সামনে চলে এসেছেন। মেরুন রঙের এক টুকরো কাপড় দিয়ে ঢাকলেন। এই ছবি দেখেই প্রত্যেকে একেবারে কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বইয়ে দিলেন, তবে সকলে যে প্রশংসা করেছেন, এমনটা কিন্তু নয়, প্রশংসা খুব কম জনই করেছেন, অনেকেই কিন্তু নিন্দা করেছেন।

ভারতবর্ষের মতো সংস্কৃতি, মনস্ক এসে এখনো কিন্তু এতটা এতটা খোলামেলা পোশাকে কোন অভিনেত্রী থেকে শুরু করে যদি সাধারণ মানুষও সকলের সামনে চলে আসেন তা কিন্তু খুব একটা সহজ ভাবে নেওয়া হয় না। তবে পাশ্চাত্য দেশগুলিতে এইগুলি খুবই স্বাভাবিক হলেও ভারতবর্ষে কিন্তু এখনো ঐতিহ্যই নেই। তবে এসব কিছুর ঊর্ধ্বে উরফি , তিনি শালীনতা অশালীনতা বা ভারতবর্ষের ঐতিহ্যকে কোনটা আঘাত করে এইসব কোন কিছুরই তিনি ধার ধারে না তিনি, নিজের মতন থাকতেই ভালবাসেন।

সম্প্রতি বুকের ওপরে দু টুকরো কাপড় দিয়েই তৈরি করে ফেলেছেন অদ্ভুতুড়ে এক পোশাক, এর আগেও আমরা উরফিকে বাঁশের ঝুড়ি দিয়ে, কাঠের ক্লিপ দিয়ে, কিউই ফল দিয়ে, সূর্যমুখী ফুল দিয়ে আরো কত কিছু দিয়ে পোশাক বানাতে দেখেছি। যা দেখতে কিন্তু খুব অদ্ভুত হয়, কিন্তু সেই সমস্ত পোশাক পরেই তিনি যখন অনুরাগীদের সামনে আসেন, তখন কিন্তু সকলেই তারিয়ে তারিয়ে উপভোগ করে। কমেন্ট বক্সে যতই নিন্দার ঝড় উঠুক না কেন উরফির কিন্তু ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিছু কম নয়।

তবে পোশাকের সাথে সাথে তার সাজ কিন্তু বেশ অদ্ভুত, যেভাবে তিনি বিনুনিটা করে উপর দিকে উঠে দিয়েছেন, তা দেখেও কিন্তু অনেকেই অনেক মজার কথা বলেছেন, তবে সাথে তার উপযুক্ত মেক আপে কিন্তু তাকে সবমিলিয়ে বেশ সুন্দর লাগছে। আপনি যদি ছবিটি দেখতে মিস করে থাকেন, তো আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ ছবি-

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক