Hoop Life

বাড়ির টবে মুলো চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন

শীতকালীন ফসল হিসেবে মুলো একটি অসাধারণ ফসল। মুলো হজমে সাহায্য করে। স্যালাড হিসেবে কিংবা শীতকালীন সবজির মধ্যে মুলো দিয়ে রান্না করা যেতে পারে। বাড়িতে কোন জায়গার মধ্যেই চাষ করতে পারেন মুলো।

প্রথমে কোনো নার্সারি থেকে মুলোর গাছ কিনে আনতে হবে। একটি চওড়া পাত্রের মধ্যে মাটি প্রস্তুত করতে হবে।কোকোপিট, গোবর সার, বাগানের মাটি এবং জৈব সার দিয়ে ভালো করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে।

নার্সারি থেকে চারা কিনে এনে টবের মধ্যে প্রতিস্থাপন করুন। যদি জমিতে বা উঠোনে লাগান তাহলে বেশ কিছুটা দূরত্ব রেখে রেখে পরপর পুঁতে দিলেই হবে। আর টবের ক্ষেত্রে একটি ১২ ইঞ্চি টবে দুটো চারা লাগাতেও পারেন।

কিছুদিন পরে গাছপালা বেশ বড় আকার ধারণ করলে বুঝবেন ভেতরে পরিণত মুলো তৈরি হয়ে গেছে। ১৫ দিন অন্তর অন্তর গাছের গোড়ার মাটি সামান্য সাবধানে খুঁচিয়ে দিয়ে গোবর সার দিয়ে দিতে হবে। সকাল-বিকেল জল দিতে হবে। উজ্জ্বল আলোয় রাখতে হবে।

Related Articles