Weather Update: সকাল থেকেই আকাশের মুখ ভার, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা
পশ্চিমবঙ্গের এখনো ভারী বৃষ্টিপাত হয়নি, তবে কবে পুরোপুরি বর্ষা আসছে, দক্ষিণবঙ্গে? কি বলছে হওয়া অফিস? হাওয়া অফিস জানাচ্ছে যে, দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। সোম থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি নাও হতে পারে।
মোটামুটি দু-তিন দিনের মধ্যেই সমস্ত জেলাতে ঝেঁপে বৃষ্টি আসতে পারে এর মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায় হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও, তবে ভারী বৃষ্টি কিনা তা বোঝা যাচ্ছে না, গুমোট গরম থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায়।
তবে গতকাল সামান্য পরিমাণে বৃষ্টি কমতে পারলেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই তিন জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে কোথাও আবার কমলা সতর্কতাও জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে সপ্তাহভর।
অবশেষে বহুদিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষার অভাব রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু সেই প্রথম থেকেই অনর্গল বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, যার ফলে জনজীবন ব্যাহত হয়েছে।