whatsapp channel

Rakhi Sawant: ক্যান্সারে আক্রান্ত মা, পাশে বসেই অঝোরে কেঁদে ফেললেন রাখি সাওয়ান্ত

একসময়ের হার্টথ্রব নায়িকা ছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তার রূপের জেল্লায় ঘায়েল হত একটা গোটা প্রজন্ম। তবে বর্তমানে অভিনয় থেকে দূরত্ব বাড়লেও নিজেকে 'বিগ-বস মারাঠি' শোয়ের মাধ্যমে মেলে ধরেন অভিনেত্রী।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

একসময়ের হার্টথ্রব নায়িকা ছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তার রূপের জেল্লায় ঘায়েল হত একটা গোটা প্রজন্ম। তবে বর্তমানে অভিনয় থেকে দূরত্ব বাড়লেও নিজেকে ‘বিগ-বস মারাঠি’ শোয়ের মাধ্যমে মেলে ধরেন অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি এপিসোডে শুটিংয়ে ছিলেন অভিনেত্রী। আর সেখানেই এল দুঃসংবাদ। মা ভর্তি হাসপাতালে। হাসপাতালে গিয়ে অভিনেত্রী জানতে পেরেছেন মস্তিষ্কের টিউমার ও ক্যানসারে আক্রান্ত মা। আর হাসপাতালের বিছানায় এমনভাবে মা’কে শুয়ে থাকতে দেখে অঝোরে কাঁদছেন অভিনেত্রী। কেঁদে কেঁদে ভক্তদের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করার কথা বললেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যেই ভিডিওতে তার মা’কে দেখা যায় হাসপাতালে শুয়ে থাকতে। আর মায়ের বিছানার পাশে বসেই কাঁদতে দেখা যায় অভিনেত্রীকে। কেঁদে কেঁদে ভক্তদের কাছে অনুরোধও করেন অভিনেত্রী। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি গত রাতেই বিগ বস মারাঠি সিজন ৪-এর ঘর থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়েই জানতে পেরেছি আমার মা ভালো নেই, তিনি হাসপাতালে আছেন। অনুগ্রহ করে ওঁর জন্য দোয়া করবেন। তিনি একদম ভালো অনুভব করছেন না।’ অভিনেত্রী আরো বলেছেন, ‘মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি যে মাথায় টিউমারও আছে।’

এই অশ্রুসজল ভিডিওতে অভিনেত্রীর পাশাপাশি দেখা গেছে তাঁর প্রেমিক আদিল খান দুররানি এবং তার ভাই রাকেশ সাওয়ান্তকে। এছাড়াও এক চিকিৎসককেও দেখা যায় অভিনেত্রীর এই করুণ ভিডিওতে। ওই চিকিৎসককে বলতে শোনা যায়, ‘ওনার বাম দিকটি পক্ষাঘাতগ্রস্ত। একটি নমুনা বের করে ল্যাবে পাঠানো হয়েছে। শুক্রবার ফলাফল আসবে এবং তখনই আমরা জানতে পারব তার কতটা রেডিয়েশন প্রয়োজন। তবে ক্যান্সার তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখনই অপারেশন করা সম্ভব নয়।’ জানা গেছে, বর্তমানে মুম্বইয়ের টাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীর মা’কে।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মা হাসপাতালে। একটুও ভালো নেই। সবাই প্রার্থনা করুন’। এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন, কেউ বা বলেছেন পাশে থাকার কথা। একজন লিখেছেন, ‘প্রিয় বোন, অনেক শক্ত হতে হবে তোমাকে। ঈশ্বরের কাছে ওনার সুস্থতা কামনা করি’; একজন আবার লিখেছেন, ‘চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন’।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা