Lifestyle: বাড়িতে ক্রমশ বাড়ছে উপদ্রব! টিকটিকি তাড়াতে আস্থা রাখুন ৫ ঘরোয়া উপাদানে
বাড়িতে অতি পরিচিত একটি প্রাণী হল টিকটিকি। টিকটিকি ঘরের দেওয়ালে দেখা যায় না, এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না। টিকটিকির উপদ্রবে একেবারে নাজেহাল অবস্থা কিন্তু ও যদি কোনো সহজ কতগুলো টিপস মেনে চলতে পারেন তাহলে সহজেই আপনি আপনার বাড়ি থেকে টিকটিকিকে বিদায় জানাতে পারবেন।
অনেকেই বলেন টিকটিকি অনেক উপকারী প্রাণী, টিকটিকি পোকা মাকড় খেয়ে ঘরকে অনেক পরিষ্কার রাখে। টিকটিকি কিন্তু আবার অনেক বিষাক্ত প্রাণীও বটে, এর মলমূত্র কোন কারনে যদি পেটে চলে যায়, তাহলে কিন্তু চরম ক্ষতি হয়ে যেতে পারে, তাই টিকটিকিটির না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন।
১) গোলমরিচের গন্ধ টিকটিকি একদম সহ্য করতে পারে না। তাই দেওয়ালে বা যেখানে যেখানে টিকটিকির আনাগোনা বেশি সেখানে জলের মধ্যে গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে সাহায্যে চারিদিকে স্প্রে করে দিন, বেশ কিছুক্ষণ পরে দেখবেন টিকটিকির আনাগোনা বন্ধ হয়ে গেছে।
২) রসুনের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না, বেশ কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে থেঁতো করে জলের মধ্যে গুলে নিয়ে স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে ফেলুন, তাহলেই দেখবেন টিকটিকি একেবারে পালিয়ে গেছে।
৩) টিকটিকির উপদ্রবের হাত থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন কর্পূর। কর্পূর যদি ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কপূরের উগ্র গন্ধে দেখা পাবেন না।
৪) টিকটিকির উপদ্রব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই ঘর, বারান্দা, মেঝের কেরোসিন দিয়ে ভালো করে মুছে নিতে পারেন, এর উগ্র গন্ধে কিন্তু অনেক সময় টিকটিকিকে দেখা পাবেন না।
৫) টিকটিকির উপদ্রব হাত থেকে রক্ষা পেতে দেওয়ালে ময়ূরের পালক লাগাতে পারেন, যদিও ময়ূরের পালকের সত্যি সত্যি টিকটিকি যায় কিনা তা জানা নেই, কিন্তু অনেকেই মনে করেন, যে দেওয়ালে ময়ূরের পালক লাগালে টিকটিকি চলে যায়।