ভারতে নারীদের জন্য বহু বিউটি কনটেস্ট অনুষ্ঠিত হয়ে এসেছে। কিন্তু তার পাশাপাশি পুরুষদের জন্য অনুষ্ঠিত হত ‘মিস্টার ইন্ডিয়া’। কিন্তু সেই প্রতিযোগিতায় পুরুষরা অংশগ্রহণ করলে সমাজে তাঁদের শুনতে হত ‘মেয়েলি ছেলে’ তকমা। এই স্টিরিওটাইপ লহমায় ভেঙে দিয়েছিল ‘গ্ল্যাডরাগস মেগা মডেল- ম্যান হান্ট কনটেস্ট’। বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘গ্ল্যাডরাগস’-এর তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরুষের মেট্রোসেক্সুয়াল সংজ্ঞার সূত্রপাত করেছিলেন ডিনো মোরিয়া (Dino Morea) ও জন আব্রাহাম (John Abraham)। পরবর্তীকালে জন বলিউডে অত্যন্ত সফল অভিনেতা ও প্রযোজক হলেও ডিনোর কেরিয়ার সেভাবে ঘুরে দাঁড়ায়নি। অথচ জনের আগে তাঁর বলিউড ডেবিউ ঘটেছিল।
View this post on Instagram
‘পেয়ার মে কভি কভি’ ফিল্মের মাধ্যমে ডিনো বলিউডে ডেবিউ করেছিলেন। এই ফিল্মের লাভ স্টোরি ছিল টিনএজ-দের উপযুক্ত। কিন্তু ফিল্মটি মিউজিক্যাল হিট হয়। এই ফিল্মের গান ‘মুসু মুসু হাসি’ এখনও মানুষের মুখে মুখে ফেরে। সেই সময় ডিনোর সৌন্দর্য ও তাঁর পেশিবহুল শরীর মুগ্ধ করেছিল নারীদের। কিন্তু ইন্ডাস্ট্রিতে দুই দশক পার করেও ডিনো পাননি তাঁর প্রাপ্য সফলতার স্বাদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা উঠতেই ডিনোর কন্ঠে প্রকাশ পেল ক্ষোভ।
View this post on Instagram
2002 সালে প্রাক্তন প্রেমিকা বিপাশা বসু (Bipasha Basu)-র বিপরীতে ‘রাজ’ ফিল্মে অভিনয় করেছিলেন ডিনো। ফিল্মটি যথেষ্ট সফল হয়েছিল। এরপর একাধিক ফিল্মে ডিনো অভিনয় করেছেন। কিন্তু সেই ফিল্মগুলি কবে রিলিজ করেছে ও কবেই বা প্রেক্ষাগৃহ থেকে চলে গেছে, তা দর্শকরা জানেন না। অথচ নায়কোচিত বলতে যা বোঝায়, সেই ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত ডিনো। অত্যন্ত দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি অসফল। ডিনোর মতে, তিনি শুধু সুদর্শন চেহারার জন্য প্রশংসিত হয়েছেন। বলিউডে সুদর্শন হলেও চাপের মুখে পড়তে হয়, ডিনোই তার প্রমাণ। পরিচালকরা তাঁকে একজন অভিনেতার চোখে দেখতে পারলেন না বলে আফশোস করেছেন ডিনো। ডিনো জানিয়েছেন, ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজের চেহারার গঠন বদলাতে রাজি।
View this post on Instagram
ডিনো জানিয়েছেন, বলিউডে হাতে গোনা বারো জন অভিনেতার উপর নির্ভরশীল পরিচালকরা। এঁদের মধ্যে কয়েকজন দর্শকদের হলমুখী করেন এবং বাকিরা শুধুমাত্র শো-পিস। ডিনো নিজেও শ্রেষ্ঠ পরিচালকদের সঙ্গে কাজ করতে চান। কিন্তু তাঁর মতে, ফিল্মের কাহিনী ভালো হলে তা সফল হবেই। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে প্রযোজক ও পরিচালকরা নায়ক-নায়িকার তুলনায় ভালো গল্প বাছাই করতে উদ্যোগী হবেন।
View this post on Instagram