রাজ্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ, মাস গেলে মিলবে মোটা বেতন, আবেদনের শেষ তারিখ কবে!
শিক্ষা সম্পূর্ণ করেও যারা চাকরির অভাবে কর্মহীন হয়ে বসে রয়েছেন তাদের জন্য এবার এল এক বড় সুখবর। রাজ্য সরকারী হাসপাতালে নিয়োগ করা হচ্ছে কর্মী (Recruitment)। স্বাস্থ্য দফতর এবং কল্যাণ দফতরের তরফে প্রকাশ করা হয়েছে বিবৃতি। সেখানে বলা হয়েছে, জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে আয়ুষ ডাক্তার এবং মাল্টি পারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের নাম এবং সংখ্যা
জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে আয়ুষ ডাক্তার এবং মাল্টি পারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা দুটি।
আবেদনের যোগ্যতা
আয়ুষ ডাক্তার পদে আবেদনের জন্য আয়ুর্বেদ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে নাম নথিভুক্ত থাকতে হবে।
পাবলিক হেলথ বা আয়ুষ বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
মাল্টি পারপাস ওয়ার্কার পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করে থাকতে হবে।
সরকারি প্রকল্পে আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
আয়ুষ ডাক্তার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে।
মাল্টি পারপাস ওয়ার্কার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনের সীমা
আয়ুষ ডাক্তার পদের জন্য মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা।
মাল্টি পারপাস ওয়ার্কার পদের জন্য মাসিক বেতন হবে ১৫ হাজার টাকা।
কাজের মেয়াদ এক বছর। আগ্রহী প্রার্থীদের সশরীরে বা ডাকযোগে হাসপাতালের ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদন জমা দেওয়ার শেষদিন ১৫ জুলাই।