whatsapp channel

Lifestyle: শুধুমাত্র নিজের প্রিয় পুরুষের সঙ্গেই এই কাজগুলি করেন মেয়েরা!

সম্পর্ক (Relationship) নতুন হোক বা পুরনো, প্রিয় মানুষের সাহচর্য পছন্দ করেন প্রত্যেকটা মানুষই। সঙ্গীর সঙ্গে যতক্ষণ সময়ই কাটানো যায় তাও যেন মনে হয় যথেষ্ট নয়। মেয়েরা কিছু কিছু জিনিস শুধুমাত্র…

Nirajana Nag

Nirajana Nag

সম্পর্ক (Relationship) নতুন হোক বা পুরনো, প্রিয় মানুষের সাহচর্য পছন্দ করেন প্রত্যেকটা মানুষই। সঙ্গীর সঙ্গে যতক্ষণ সময়ই কাটানো যায় তাও যেন মনে হয় যথেষ্ট নয়। মেয়েরা কিছু কিছু জিনিস শুধুমাত্র নিজের পছন্দের মানুষের সঙ্গেই করতে চান বা করতে ভালোবাসেন। নিজের প্রিয় মানুষটার জন্যই এই জিনিসগুলো করতে ভালোবাসেন তারা। সঙ্গীকে স্পেশ্যাল করে তুলতেই এই কাজগুলো করে থাকেন মেয়েরা। কী কী রয়েছে এই সব কাজের তালিকায় চলুন জেনে নিই-

মেয়েরা সাধারণত নিজের পছন্দের মানুষের সামনেই দুর্বলতা প্রকাশ করেন। মনের দুর্বলতা, ভয় বা নিরাপত্তাহীনতা, এমনকি সন্দেহও তারা নিজেদের প্রিয় মানুষটার সামনেই নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন। প্রত্যাখ্যানের ভয় ছাড়াই নিজেদের মনের কথা তারা প্রকাশ করে থাকেন। সাধারণত মনের মানুষকে বিশ্বাস করেই এই কাজগুলো করে থাকেন মেয়েরা। নিজের সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে পছন্দ করেন না এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন। এ বিষয়ে মেয়েদের কাছে তাদের প্রিয় মানুষরাই সবার আগে জায়গা পান। একসঙ্গে সময় কাটালে মানসিক বন্ধন আরো দৃঢ় হয় এবং পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়াও বাড়ে।

Lifestyle: শুধুমাত্র নিজের প্রিয় পুরুষের সঙ্গেই এই কাজগুলি করেন মেয়েরা!

সম্পর্কে মানসিক সংযোগের পাশাপাশি শারীরিক সংস্পর্শ থাকাও জরুরি। মেয়েরা নিজেদের প্রিয় পুরুষের স্পর্শ পছন্দ করেন। তাদের ভালোবাসা, স্নেহের স্পর্শ, আলিঙ্গন মেয়েরা খুবই পছন্দ করেন। তাই প্রিয় মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসেন মেয়েরা। সবসময় পছন্দের মানুষের সঙ্গ চায় তারা। দুটো মানুষের মধ্যে শারীরিক স্পর্শ মানসিক সংযোগ দৃঢ় করে এবং ঘনিষ্ঠতা আরো বাড়াতে সাহায্য করে।

মেয়েরা সবসময় নিজের সঙ্গীর মঙ্গল কামনা করেন। প্রিয় পুরুষের মানসিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করেন তারা। সুখ এবং দুঃখ সব পরিস্থিতিতেই সঙ্গীর অবলম্বন হয়ে উঠতে চেষ্টা করেন মেয়েরা। প্রিয় পুরুষের সঙ্গে সমস্ত কাজ ভাগ করে নিতেও ভালোবাসেন তারা। একে অপরের ভালোলাগা গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয় এভাবে।

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই