Hoop Life

Lifestyle: সমস্ত শুভ কাজে আসছে বাধা! দোষ কাটাতে আজ থেকেই মানুন পাঁচটি বাস্তু টিপস

সমস্ত কাজে বাধা জর্জরিত? কিছুই করতে পারছেন না? বা কোন কাজে উন্নতি হচ্ছে না? সেক্ষেত্রে অবশ্যই মেনে চলতে পারেন কয়েকটা বাস্তু টিপস। বাস্তু টিপস আপনি যদি মেনে চলেন তাহলে আপনার জীবনে আর কোনদিন কোন সমস্যা থাকবে না। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন এমন সেই বাস্তু টিপস।

বাড়ির উত্তর দিকের জলাশয় অথবা একটি জলভর্তি পাত্রে পদ্ম গাছ রাখতে পারেন গোলাপি পদ্ম। যদি রাখেন তাহলে কিন্তু আপনার জীবন অনেকখানি ভালো হয়ে যাবে।

বৃহস্পতিবার ঘর মোছার সময়, ঘর মোছার জলে এক চিমটি হলুদ দিয়ে দিন, আর এই দিয়ে যদি ঘর মুছতে পারেন, তাহলে দেখবেন আপনার ধনসম্পত্তি ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে।

ঘুমোনোর ঘরে মাছের একুরিয়াম রাখা কখনই উচিত নয়, কিন্তু আপনি অর্থনৈতিক সংকটে ক্রমশ কমতে থাকবে।

আলমারিতে আমরা অনেক সময় সুগন্ধি দ্রব্য রেখে থাকেন, যেমন বডি স্প্রে বা প্রয়োজনে ন্যাপথলিনকেও কিছুক্ষণ রেখে, তারপর আলমারি থেকে বার করে দিন, বাস্তুমতে, আলমারিতে কোনরকম সুগন্ধি থাকা একেবারেই শুভ নয়।

যদি দেখি না উন্নতি করতে পারেন, তাহলে ঘর যদি প্লাস্টিকের গাছ দিয়ে সাজিয়ে থাকেন, আজ থেকেই সেই প্লাস্টিকের গাছ সরিয়ে ফেলুন সেক্ষেত্রে আসল গাছ লাগাতে পারেন।

বাড়িতে উত্তর-পূর্ব দিকে যদি ঠাকুর স্থাপন করতে পারেন, তাহলে সেটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

whatsapp logo