Finance News

RBI: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপর না-খুশ রিজার্ভ ব্যাঙ্ক, এই কারণে করা হল ৯০ লক্ষ টাকার জরিমানা

বর্তমান সময়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই।বলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা ভীষণ জরুরি। আর টাকা সঞ্চয় বা বিনিয়োগ করার জন্য এই অ্যাকাউন্ট খুলতে যেতে হয় নানা ব্যাঙ্কে।

আমাদের দেশে এই মুহূর্তে শয়ে শয়ে ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে কিছু রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাঙ্ক যেমন রয়েছে, তেমনই কিছু বেসরকারি ব্যাঙ্কও রয়েছে আমাদের দেশে। আর এই সব ব্যাঙ্ককে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই ব্যাঙ্কের পরিচ্ছন্নতা থেকে ব্যাংকিং পরিষেবা, ঋণ দেওয়ার সুদের হার, সেভিংস সহ অন্যান্য ধরনের অ্যাকাউন্ট খোলা এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকে আরবিআই। আর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে একটি বিষয়ে কড়া হুঁশিয়ারি দিল রিজার্ভ ব্যাঙ্ক। সঙ্গে করা হয়েছে জরিমানাও।

সম্প্রতি, রিহারভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এমন অনেক অভিযোগ ওঠে এসেছে, যেখানে দেখা গেছে যে দেশের দ্বিতীয় বৃহত্তম এই ব্যাঙ্কটি ঋণ দিয়ে গ্রাহকদের থেকে বেশি সুদ নিচ্ছে। আর এমন অভিযোগ শোনার পরেই রিজার্ভ ব্যাঙ্ক নড়েচড়ে বসে। তবে শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই নয়, এমন অভিযোগ উঠেছিল ICICI ব্যাঙ্কের বিরুদ্ধেও। সেই কারণেই এক সপ্তাহ ধরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপর এই বিষয়টি নিয়ে নজর রাখছিল রিজার্ভ ব্যাঙ্ক। আর তারপরেই এই বিষয়ে কড়া হুঁশিয়ারি এবং ৯০ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয় ব্যাঙ্কটির উপর।

তবে শুধুমাত্র ব্যাঙ্ক নয়, রিজার্ভ ব্যাঙ্ক এখন লোনের বিষয়ে সবদিকে নজর রাখছে। সম্প্রতি, BNFC-গুলির উপরেও এই লোনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। আর তাদেরকেও নানা বিষয়ে সতর্ক করা হয়েছে বলেই জানা গেছে। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে লোনের কিস্তি সংক্রান্ত যেকোনো ফোন কল কোনো গ্রাহককে সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭-টার মধ্যেই করা যাবে। এর বাইরে অন্য সময় ফোন করা যাবেনা।

Related Articles