Hoop VideoHoop Viral

রিলিজ হল রোমান্সের দৃশ্যে ভরা ওয়েব সিরিজ, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিনেমার রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিনেমা দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিনেমা রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা।

সম্প্রতি উল্লু র একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক রিক্সাওয়ালাকে নিয়ে পুরো ঘটনাটা। প্রথমেই দেখা যাচ্ছে এক গৃহবধূ তার ননদকে নিয়ে খুব চিন্তিত, সেই ননদের সঙ্গে এক রিক্সাওয়ালার সম্পর্ক তৈরি হয়, তারপরে সেই গৃহবধূ আর একজন যুবকের সঙ্গে তার ননদের বিবাহ ঠিক করেন। এই তো সেই যুবকের সঙ্গে বৌদির একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। যুবক সেই বৌদিকে ছাড়া নাকি সে থাকতেই পারবে না। এরপর গল্প চলতে থাকে নিজের তালে কিন্তু ননদের বিয়ের পরে তার জীবনে আবার সেই রিক্সাওয়ালার আগমন হয়, তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে।

পুরো গল্পটাতেই আছে মাখোমাখো রোমান্টিক দৃশ্য প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। এই ধরনের ওয়েব সিরিজে যারা অভিনয় করেন, তারা অনেকটাই খোলামেলা দৃশ্যে অভিনয় করতে অভ্যস্ত। আপনি যদি ভিডিওটি দেখতে মিস করে যান আমাদের Hoophaap পাতায় দেখে নিন অসাধারণ ট্রেলার-