বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালক হিসাবেও অনবদ্য। গড়পড়তা অনেক সঞ্চালককেই তিনি বলতে পারেন, “বাপি বাড়ি যা”। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি আনলিমিটেড’-এর টিআরপি অনেকটাই নির্ভরশীল সৌরভের উপর। কিন্তু ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে একবার পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh) দিয়েছিলেন ফিল্মে অভিনয়ের অফার।
ঋতুপর্ণ নির্মিত ফিল্মগুলি ছক ভাঙা। তাঁর প্রায় প্রত্যেকটি ছবিই জাতীয় পুরস্কার পেয়েছে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কথায় কথায় উঠে আসে ঋতুপর্ণর প্রসঙ্গ। সৌরভকে তাঁর টেলিভিশন সঞ্চালনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তাঁর অভিনয়ে আসা নিয়েও। কিন্তু সৌরভ জানান, তিনি এখনও অবধি অভিনয়ের কথা ভাবেননি। টেলিভিশনকেই আপাতত উপভোগ করতে চান তিনি। গেম শো সঞ্চালনা করতে তাঁর ভালো লাগে। এই সময় উঠে আসে ঋতুপর্ণ-কথা। সৌরভ জানান, টলিউডে ঋতুপর্ণ ঘোষ একমাত্র পরিচালক ছিলেন যিনি সৌরভকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
View this post on Instagram
সৌরভ, ঋতুপর্ণকে বলেছিলেন, তিনি অভিনয়ে স্বচ্ছন্দ নন। কিন্তু ঋতুপর্ণ ছিলেন নাছোড়বান্দা। তিনি সৌরভকে আবারও ফোন করে বলেছিলেন, তিনি একটি ফিল্ম বানাতে চান যার নায়ক হিসাবে সৌরভকে চান তিনি। সৌরভ ভেবেছিলেন, পাগল হয়ে গিয়েছেন ঋতুপর্ণ। তিনি ঋতুপর্ণকে বলেছিলেন, তাঁকে নিয়ে ফিল্ম না বানিয়ে ঋতুপর্ণ যেন দারুণ মেনু রান্না করে তাঁকে ডিনার খাওয়ান। সৌরভ ঋতুপর্ণর ফিল্মে অভিনয় না করলেও তাঁদের বন্ধুত্ব অটুট ছিল।
ঋতুপর্ণর অকালপ্রয়াণের সময় সৌরভ ইংল্যান্ডে ছিলেন। সেখানেই এই দুঃসংবাদ পেয়ে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। সৌরভের মতে, ঋতুপর্ণ চেয়েছিলেন নিজের মতো করে বাঁচতে। কিন্তু শেষরক্ষা হয়নি।
View this post on Instagram