Rubel Das: ‘চারিদিক বড্ড অচেনা’, ধারাবাহিক শেষে মন খারাপ ‘যমুনা ঢাকি’-র সংগীতের
বহু সমালোচনা, জল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়ে গেল ‘যমুনা ঢাকি’-র শুটিং। শুটিং শেষের দিনে সকল কলাকূশলীদের মন খারাপ। সিরিয়ালের নায়ক রুবেল দাস (Rubel Das) মন খারাপের পাশাপাশি বাস্তববাদীও। ‘যমুনা ঢাকি’ শ্বেতা (Sweta)-র ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে দেব (Dev)-এর বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব। রুবেল অপেক্ষা করছেন নতুন প্রজেক্টের।
বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেও অন্য সিরিয়ালগুলির মতো ‘যমুনা ঢাকি’ ইউনিটও হয়ে উঠেছিল একটি ছোটখাট পরিবার। প্রকৃতপক্ষে, অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীরা সকলেই নিজের পরিবার ছেড়ে অধিকাংশ সময় সেটেই ব্যয় করেন। এই পেশার সাথে যুক্ত মানুষরা পরিবারকে সেভাবে সময় দিতে পারেন না। কখনও কখনও চলে ডাবল শিফট। ফলে সেটেই পরিবারের অভাব পূরণ হয়ে যায় একসাথে কাজ করতে করতে। নিজেদের সুখ-দুঃখ ভাগ করে নেন তাঁরা। ফলে একটি সিরিয়াল শেষ হওয়ার খবরে তাঁদের মধ্যে জন্ম নেয় বিচ্ছেদের দুঃখ।
View this post on Instagram
ব্যতিক্রম নন রুবেলও। শুটিং শেষ হয়ে গেলেও তাঁর মন পড়ে আছে ‘যমুনা ঢাকি’-র সেটে। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে নিজের মনকেমনের কথা তুলে ধরেছেন রুবেল। চিঠিতে তিনি লিখেছেন, হঠাৎই লাইট- ক্যামেরা- অ্যাকশনের পরিবেশ থেকে বেরিয়ে চারিদিক বড্ড অচেনা, থমথমে লাগছে তাঁর। মিস করছেন প্রতিনিয়ত সেট-ভাঙা গড়ার কাজ, পেরেক ঠোকাঠুকির আওয়াজ, হুল্লোড়, নাচ-গান, চিৎকারকে। হারিয়ে যাওয়া আনন্দে বুকে নিয়ে ফ্লোর যেন সকলের অজান্তে কাঁদছে।
দীর্ঘ ৬৭৫ পর্বে শেষ হয়ে যাওয়া ‘যমুনা ঢাকি’-র ফ্লোরকে মিস করছেন রুবেল। মিস করছেন ছোট ছোট মুহূর্তগুলিকে। তবে আবারও তিনি ফিরবেন নতুন চরিত্রে। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাঁর খোলা চিঠি শেষ করেছেন রুবেল। অনুরাগীরা রুবেলকে জানিয়েছেন, তাঁরাও মিস করবেন তাঁদের প্রিয় নায়ককে। কেউ বা আগামীর জন্য জানিয়েছেন শুভেচ্ছা। কিছুদিনের মধ্যেই হতে চলেছে ‘যমুনা ঢাকি’-র শেষ সম্প্রচার। শেষ হয়ে যাবে ‘যমুনা ঢাকি’। শুরু হবে এক নতুন যাত্রা।
View this post on Instagram