‘সমীর ওয়াংখেড়ে’ (Sameer Wankhede) এই নামটি গত দেড় বছরে বারবার শুনেছে ভারতবর্ষ। 2020 সালে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর রহস্যজনক মৃত্যুর পর এনসিবি-র হাতে উঠে আসে বলিউডের চোরাগোপ্তা মাদকচক্র। কিন্তু যাঁর নেতৃত্বে বারবার মাদক-কান্ডের নানা রূপ সামনে আসছে, তিনিই সমীর ওয়াংখেড়ে, এনসিবি-র মুম্বই জোনাল ডিরেক্টর। তিনি এখন ত্রাস অথবা তার থেকেও বেশি।
View this post on Instagram
শুধুমাত্র মাদকচক্র নয়, কর ফাঁকি দিলেও সমীর ওয়াংখেড়ের হাতে তা ধরা পড়বেই। গত বছর সুশান্ত সিং রাজপুত কেসের সময় ‘দাবাং’ মেজাজের জন্য বিখ্যাত হয়েছিলেন সমীর। তাঁর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তা সমীর বুঝিয়ে দিয়েছিলেন 2011 সালে মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি আটকে। অভিযোগ ছিল, সোনায় মোড়া ট্রফির আমদানি শুল্ক ফাঁকি দেওয়া হয়েছিল। পরে সেই শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়ানো হয়। 2013 সালে বিদেশি মুদ্রা সহ মুম্বই বিমানবন্দর থেকে সমীর গ্রেফতার করেছিলেন বলিউড গায়ক মিকা সিং (Mika Singh)-কে। মাদক কান্ডে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-কে আটক করেছিলেন সমীর।
2008 সালের ব্যাচের আইআরএস আধিকারিক সমীর বলিউডের এক অভিনেত্রীর স্বামী। ‘গঙ্গাজল’ খ্যাত ক্রান্তি রেদকরে (Kranti Redkare)-এর 2007 সালে বিয়ে হয়েছে সমীরের। একাধিক মারাঠি ফিল্মে অভিনয় করার পাশাপাশি মারাঠি ফিল্ম ‘কাকন’-এর পরিচালনা করেছেন ক্রান্তি।
View this post on Instagram
শনিবার কর্ডেলিয়ার রেভ পার্টিতে সমীর ও তাঁর টিম সাধারণ যাত্রীর বেশে উপস্থিত ছিলেন। তাঁদের কাছে খবর ছিল, ওই পার্টিতে মাদক সরবরাহ হতে পারে। মুম্বই-গোয়া কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে শাহরুখ খান (Shahrukh Khan)-এর পুত্র আরিয়ান খান (Aryan Khan)সহ আট জনকে আটক করেছিলেন সমীর। তবে এখনও অবধি তাঁদের মধ্যে আরিয়ান সহ দুজনকে কোর্টে তোলা হয়েছে। 7 ই অক্টোবর অবধি তাঁদের জেল হেফাজত ঘোষণা করেছে আদালত।