বাংলা সিনেমা জগতের দেবশ্রী ও শতাব্দী দুজনেই জনপ্রিয় ও পরিচিত মুখ। একটা সময় দাপিয়ে অভিনয় করেন। কিন্তু, হঠাৎ করেই দুজন হারিয়ে যান অভিনয় দুনিয়া থেকে। দুজনেই রাজনীতিতে সরাসরি যুক্ত হয়ে যান। এরপর দীর্ঘ দশ বছর পর দেবশ্রী ফেরেন বিনোদন দুনিয়ায়। ঠিক একই পথে হাঁটতে শুরু করছেন শতাব্দী রায় ( Satabdi Roy)।
অভিনেত্রী শতাব্দীর রাজনৈতিক কেরিয়ারের দিকে একবার তাকালে দেখা যাবে, ২০০৯ সালে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ১৫ তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে পা রাখেন। ওই বছরেই রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৪-য় ১৬তম লোকসভা নির্বাচনে শতাব্দী পুনরায় নির্বাচিত হন। এবং নারী কল্যাণ ও ন্যায় বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে বহু কাজ করেন। চলতি বছরে, তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতি করা হয় তাকে।
নতুন দায়িত্ব পেয়ে সেদিন শতাব্দী বলেন, ‘আমি খুব খুশি যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কর্মী হিসেবে যে কাজটা করে এসেছি এবং করছি সেটাকেই স্বীকৃতি দেওয়া হল। আমাকে আগামীদিনে আরও কাজ করতে হবে। দলের কাছে, অভিষেকের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব এবং করতে চাই।’
বর্তমানে, শতাব্দী একেবারেই অন্য সুরে কথা বলেন। ফের সিনে জগতে ফিরতে চলেছেন তিনি। এবারে বাংলা নয়, একেবারে হিন্দি ফিল্মি ফিল্ডে কাজ করতে চলেছেন। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কোর্টরুম ড্রামা, ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল- (The Jangipur Trial)এ অভিনয় করছেন। এই প্রজেক্টে শতাব্দী কাজ করছেন কবীর বেদী, অমিত বহেল, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেন, ব্রজেশ হিরজি ও কন্নন অরুণাচলমের সঙ্গে। এদিন বহুদিন পর সিনে জগতে ফিরে শতাব্দী বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে, সিনেমার সেটে ফিরেই নিজেকে ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো মনে হচ্ছিল। অভিনয় আমার নেশা এবং আমি বর্তমানে যাই করি না কেন, আমি আমার শিল্পের কাছে চিরকাল ঋণী থাকব।’