whatsapp channel
Hoop Life

Lifestyle: আর্থিক সমস্যা দূরে পালাবে, শ্রাবণ মাসে বাড়িতে লাগান পাঁচটি উপকারী গাছ

আমরা সকলেই জানি, শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে যদি পাঁচটি গাছ লাগাতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি, কেউ আটকাতে পারবে না। আমরা জীবনে উন্নতি করার জন্য কত কষ্টই না করে থাকি। কিন্তু আমরা জানি না এই পাঁচটি গাছ আপনাদের জীবনকে কতটা পাল্টে দিতে পারে। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন কি সেই পাঁচটি গাছ।

১) এই শ্রাবণ মাসে যদি আপনি আপনার বাগানে, উঠোনে একটা বেল গাছ রোপন করতে পারেন তাহলে মহাদেব আপনার ওপর তুষ্ট হবে।

২) আমাদের অনেকের বাড়িতেই তুলসী গাছ থাকে, কিন্তু এই শ্রাবণ মাসে নতুন করে তুলসী গাছ রোপন করুন, তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

৩) এই শ্রাবণ মাসে যদি শমী গাছ রোপন করতে পারেন, তাহলেও আপনার জীবন একেবারে আনন্দে ভরে উঠবে, অর্থনৈতিক সংকট এক্কেবারে দূরে চলে যাবে।

৪) শ্রাবণ মাসে আরেকটি গাছ বাড়ির চারপাশে অথবা তবে রোপন করতে পারেন, তাহল ধুতরো। ধুতরো ফুল হল মহাদেব শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল, তাই অবশ্যই যদি লাগাতে পারেন, তাহলে আপনি আপনার উপরে মহাদেবের কৃপা পাবেন।

৫) শ্রাবণ মাসে চম্পা ফুলের গাছ রোপণ করতে পারেন। তাতেও কিন্তু দেবাদিদেব মহাদেব আপনার ওপর তুষ্ট হবেন। এই গাছ লাগালে আপনার জীবনে আর কোন সমস্যা থাকবে না।

whatsapp logo