Hoop Life

Lifestyle: শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন এইভাবে, মনস্কামনা পূর্ণ হবে

শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে আপনি যদি এই চারটি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে। জীবনের প্রতিটা জিনিস আপনার কাছে নতুন হয়ে উঠবে। অর্থনৈতিক সঙ্কট থেকে আপনি রেহাই পাবেন সহজেই। জেনে নিন জুলাই মাসে চারটি সোমবার কত তারিখ পড়েছে।

প্রথম সোমবার – ১৮ ই জুলাই
দ্বিতীয় সোমবার – ২৫ শে জুলাই
তৃতীয় সোমবার – ১লা আগষ্ট
চতুর্থ সোমবার – ৮ ই আগষ্ট

১) শ্রাবণ মাসে ভগবান শিবকে যদি শমীপাতা দিয়ে পুজো করেন, তাহলে একসাথে শিবের পাশাপাশি শনিদেবকে পুজো করা হয়।

২) শ্রাবণ মাসের শিবলিঙ্গের উপরে ধুতরা ফুল দান করতে পারেন। কথিত আছে, শ্রাবণ মাসের শিবলিঙ্গের উপরে যদি ধুতরা ফুল দান করেন, তাহলে পুত্র সন্তান লাভ করতে পারেন।

৩) যদি জীবনে কখনো বাধা আসে তাহলে শিবলিঙ্গের ওপরে বিল্ব পত্র রাখুন। এটিও দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

৪) শিব লিঙ্গের ওপরে আকন্দ ফুল দান করতে পারেন, আকন্দ ফুল শিবলিঙ্গের উপর দান করলে জীবনে অনেক উন্নতি হবে।

Related Articles