GossipHoop PlusHoop Video

যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী: শক্তি কাপুর

শক্তি কাপুর (Shakti Kapoor) বলিউডের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম। একসময় তাঁকে দেখা যেত অ্যান্টি হিরো হিসাবে। কিন্তু গোবিন্দা (Govinda)-র দৌলতে শক্তি পরিচিতি পেয়েছিলেন কমেডিয়ান হিসাবেও। অথচ বর্তমানে তাঁর হাতে কাজের সংখ্যা খুব কম। তার কারণ হল কাস্টিং কাউচ।

শক্তিকে দেখে একসময় অনেকেই ভাবতেন ভদ্রলোক। কিন্তু একজন মহিলা সাংবাদিক তাঁর মুখোশ খুলে দিয়েছিলেন। সময়টা ছিল 2005 সাল। একটি বেসরকারি সংবাদ সংস্থা বিভিন্ন সেলিব্রিটিদের উপর স্টিং অপারেশন করছিল। এই স্টিং অপারেশনটি মূলতঃ করতেন একজন জুনিয়র মহিলা সাংবাদিক। তিনি উঠতি অভিনেত্রী সেজে শক্তিকে ফোন করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন। শক্তির সঙ্গে দেখা করে তিনি বলিউডে কাজের জন্য সাহায্য প্রার্থনা করেন। সেই সময় তাঁকে কুপ্রস্তাব দেন শক্তি।

 

View this post on Instagram

 

A post shared by Shakti Kapoor (@shaktikapoor)

শক্তি কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারেননি এই গোটা ঘটনা গোপনে রেকর্ড করা হচ্ছে। তিনি ওই সাংবাদিককে বলেন, বলিউডে কাজ পেতে গেলে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। এমনকি তিনি জানান, অভিনয় জগতের এটাই নিয়ম। ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)-এর সঙ্গে সুভাষ ঘাই (Subhash Ghai)-এর সম্পর্ক রয়েছে। রানী মুখার্জী (Rani Mukherjee)-র সঙ্গে রয়েছে যশ জোহর (Yash Johar)-এর সম্পর্ক। এমনকি প্রীতি জিন্টা (Priti Zinta)-র সঙ্গেও প্রযোজকদের সম্পর্ক রয়েছে। শক্তি ওই মহিলাকে বলেন, কাজ পেতে গেলে তিনি যা বলবেন, তাই করতে হবে। বলিউডে যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্থান পাকা হয় বলে জানিয়েছিলেন শক্তি।

এই স্টিং অপারেশনটি পরবর্তীকালে প্রকাশিত হলে শক্তি বলেন, ওই মহিলা সাংবাদিক তাঁকে আত্মহননের হুমকি দিয়ে এই ধরনের কথা বলতে বাধ্য করেছেন। অনেকের মতে, শক্তি নিজের ক্ষতি করার পাশাপাশি বলিউডের প্রকৃত রূপ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে, শক্তি এই ধরনের কথা বলে মহিলাকে প্রভাবিত করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন।

এই ঘটনায় পরবর্তীকালে ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার’স গিল্ড অফ ইন্ডিয়া’ শক্তির উপর নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীকালে প্রমাণের অভাবে তা উঠিয়ে নেয়। কিন্তু এই ঘটনায় মারাত্মক ধাক্কা খায় শক্তির কেরিয়ার। পরবর্তীকালে বিগ বসের ঘরে এসেছিলেন শক্তি। অনুশোচনায় কেঁদেছিলেন তিনি। কিন্তু তাতেও তাঁর কেরিয়ারে অলিখিত নিষেধাজ্ঞার প্রভাব রয়ে গেছে।

Related Articles