Bengali SerialHoop Plus

Sharly Modak: ‘শার্লির জন্য অনেক করেছি’, বিচ্ছেদের কারণ জানিয়ে মুখ খুললেন মৃত্যুঞ্জয়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর দৌলতে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-র পাশাপাশি নজর কেড়েছেন তাঁর সহ-অভিনেত্রী ‘হংসিনী’ শার্লি মোদক (Sharly Modak)। শার্লি টেলিভিশনের যথেষ্ট পরিচিত মুখ। এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে এবার এসেছে তাঁর জীবনে নতুন মোড়। নতুন বছরে ব্রেক-আপ হয়ে গিয়েছে শার্লির।

2017 সালে তিস্তা নদীর বাঁধে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাক্তন প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য (Mrityunjoy Bhattacharya) ওরফে নীলের সাথে আলাপ হয়েছিল শার্লির। ধীরে ধীরে সেখান থেকেই জন্ম নেয় প্রেম। একসময় দুইজন দুইজনকে চোখে হারাতেন। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল শার্লি ও মৃত্যুঞ্জয়ের। লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেছিলেন তাঁরা। নীল জানালেন, গত পাঁচ বছরে তাঁর জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাঁদের সম্পর্ক। নীলের সাথে শার্লির বয়সের পার্থক্য সাত বছরের। ফলে শার্লিকে যত্নে রাখতে চাইতেন তিনি। পেশায় আইটি সেক্টরের কর্মী নীল অফিসের কাজ সামলেও অডিশন, ফটোশুট, টিউশন সব স্থানে বাইকে করে নিয়ে যেতেন শার্লিকে। কোনো চাপ নয়, একরকম ভালো লাগা থেকেই তা করতেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Sharly Modak (@sharly_modak)

তবে 2019 সাল থেকে বদলাতে থাকে নীল ও শার্লির সম্পর্কের রসায়ন। 2022 সালের মাঝামাঝি সময় থেকে আলাদা থাকতে শুরু করেন শার্লি। এই প্রসঙ্গে নীল মনে করেন, তাঁরা দুজনেই জলপাইগুড়ির মানুষ। ফলে দুজনেই সরল মনের। এই কারণে শার্লির মন হয়তো কেউ সহজেই বিষিয়ে দিতে পেরেছেন। শার্লির আশে-পাশে বেশ কিছু মানুষ এমন রয়েছেন বলে জানালেন নীল। তবে তিনি চান, শার্লি ভালো থাকুন ও প্রচুর কাজ করুন। কোনো কুপ্রভাব তাঁর মতো মিষ্টি মেয়েকে যেন ছুঁতে না পারে। শার্লিকে ছেড়ে থাকতে কষ্ট হলেও মানিয়ে নিতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন নীল। বর্তমানে তিনিও ওয়েব সিরিজে অভিনয় করছেন। পাশাপাশি মন দিয়েছেন মডেলিং-এ।

অপরদিকে শার্লি জানিয়েছেন, যৌথভাবেই গত বছর পুজোর সময় ব্রেক-আপের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসাথে থেকে খারাপ থাকার তুলনায় আলাদাভাবে ভালো থাকা উচিত বলে মনে করেন তিনি। ব্রেক-আপ তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বর্তমানে একা থাকার কারণে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে তাঁকে।

Related Articles