অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ নিয়ে ইতিমধ্যেই বলিউডের বড় বড় অভিনেত্রীদের জেরা করেছে এনসিবি। জেরায় প্রত্যেক অভিনেত্রীই নিজে মাদক সেবনের অভিযোগে খারিজ করে দিয়ে সুশান্তের উপর দায় চাপিয়ে দেন।
রিয়া চক্রবর্তীর মতই সারা, শ্রদ্ধা, দীপিকা, রকুলপ্রীত সকলেই নিজে ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করেন। সেইসঙ্গে সুশান্তই ড্রাগ নিতেন বলে প্রত্যেকে বয়ান দেন।
সুশান্তের উপর দায় চাপিয়ে অভিনেত্রীদের নিজেকে বাঁচানোর এই প্রবণতাকে ভালো চোখে নেন নি অভিনেতার ভক্তরা। ইতিমধ্যে প্রযোজক তথা অভিনেতা শেখর সুমনও এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শেখর লেখেন,’তদন্তে বয়ান দেওয়া সকল মহিলাই সুশান্তকে ড্রাগ এডিক্টেড বলে অভিনেতার নাম খারাপ করছেন। সেই সঙ্গে তাঁর চরিত্রের উপরও আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত ভুল এবং অমানবিক কারণ একজন মৃত ব্যক্তি কখনো আত্মপক্ষ সমর্থন করতে পারেন না।’ শেখর সুমনের এই ট্যুইটকে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন সুশান্ত ভক্তেরা।
All the confessions and testimonials of the women being probed for the drug case are tarnishing Sushant’s name calling him a drug addict.Also attacking his character.This is so unfair and inhuman,for a dead man cannot defend himself.#SushantJusticeNow
— Shekhar Suman (@shekharsuman7) September 29, 2020