শিবলিঙ্গের মাথায় বেল পাতা দেওয়ার আসল রহস্য জেনে নিন
সোমবার শিবের বার। প্রতিদিন একটা নিয়ম করে শিব পুজো করলে মহাদেব তুষ্ট হন। অনেকেই সোমবার দিন শিবের পুজো করেন তবে সময় থাকলে শুধু সোমবার না প্রতিদিন শিবের পুজো করা যেতে পারে। শিবের পূজার জন্য ব্যবহার করা হয় বেলপাতা। বেলপাতা হল দেবাদিদেব মহাদেবের সবচেয়ে পছন্দের জিনিস।
আগে চন্দন বেটে বেল পাতায় লাগিয়ে তারপরে শিবের মাথার ওপরে দিন। মূলত মহাদেবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই পদ্ধতি অবলম্বন করা হয়।
প্রতি সোমবার শিব লিঙ্গের উপর বেলপাতা দেওয়ার আগে বেলপাতা ভালো করে জলে ধুয়ে নেবেন। তারপরে এতে গঙ্গা জল ছিটিয়ে একে শুদ্ধ করে নেবেন।
বেলপাতা শুধুমাত্র শিবলিঙ্গের উপরেই রাখবেন না, প্রয়োজনে একটা বেলপাতা বাড়ির পূর্ব দিকে রেখে দিন। এতে বাবা মহাদেব তুষ্ট হন। আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে।
এই বেলপাতা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে নয়, সামান্য দুধ দিয়ে ধুয়ে তারপর শিবলিঙ্গে দিন। বাবা মহাদেবকে খুশি করতে আপনি এটি করতে পারেন।