whatsapp channel

লকডাউনে তৃষ্ণায় কাতর শ্রুতি! দুষ্টু মিষ্টি ‘প‍্যায়াসি’ ভিডিও শেয়ার করলেন নোয়া

ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ যা গতবারের তুলনায় মারাত্মক আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে টানা পনেরো দিনের পূর্ণ লকডাউন। টলিপাড়ায় শুটিং বন্ধ। ফলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ যা গতবারের তুলনায় মারাত্মক আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে টানা পনেরো দিনের পূর্ণ লকডাউন। টলিপাড়ায় শুটিং বন্ধ। ফলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই গৃহবন্দী। ‘দেশের মাটি’-র ‘নোয়া’ শ্রুতি (Shruti das) নিজেকে চাঙ্গা রাখতে বানিয়েছেন ইন্সটাগ্রাম রিল।

Advertisements

সম্প্রতি শ্রুতির একটি ইন্সটাগ্রাম রিল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সুনিধি চৌহান (sunidhi chauhan)-এর ‘প‍্যায়াসি’ গানের সাথে শ্রুতিকে যথেষ্ট সুন্দরী ও আবেদনময়ী লেগেছে। নো মেকআপ লুকে, খোলা চুলে শ্রুতি মাতিয়ে দিয়েছেন। কিন্তু শ্রুতি শুধু ইন্সটাগ্রাম রিল করেই সময় কাটাচ্ছেন না। কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন শ্রুতি। কিন্তু করোনামুক্ত হওয়ার পরেও তাঁর কাছে অতিরিক্ত কিছু ওষুধ রয়ে গিয়েছে। আবার কয়েকটি ওষুধের ডোজ অলসতা বশতঃ পূর্ণ করেননি শ্রুতি। এবার শুধু শুধু সেই ওষুধগুলি বাড়িতে ফেলে না রেখে দুঃস্থ করোনা রোগীদের জন্য দান করতে চাইলেন শ্রুতি। ওষুধগুলির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে শ্রুতি এই কথা লিখতেই অনেক সাড়াও মিলেছে। তবে শ্রুতি জানিয়েছেন যদি কোনো ব্যক্তির এই ওষুধগুলি প্রয়োজন হয়, তিনি শ্রুতির ইনবক্সে ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি পাঠালে তবেই তাঁকে ওষুধগুলি দেবেন শ্রুতি। শ্রুতির এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

Advertisements

গত 6ই এপ্রিল শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা। শ্রুতি জানিয়েছেন 2রা এপ্রিল হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে শুরু করলে তাঁর কোভিড টেস্ট করানো হয়। শ্রুতির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। শ্রুতি জানান, 2 রা এপ্রিল ‘দেশের মাটি’-র সেটে কফি খাওয়ার সময় কফির কোনো স্বাদ বা গন্ধ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়েছিল। তিনি তখনই প্রোডাকশনকে পুরো ঘটনাটি জানান। এরপর মূল সেটের বাইরে কেবলমাত্র ডিওপি ও পরিচালকের উপস্থিতিতে শুটিং শেষ করে বাড়ি ফিরে কোভিড টেস্ট করান শ্রুতি। করোনায় আক্রান্ত হওয়ার ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন শ্রুতি।

Advertisements

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে কোভিড পজিটিভ হওয়ার মাত্র বারো দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন শ্রুতি। পরবর্তী করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই ফেসবুকে রিপোর্টের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, করোনার সফর ছিল মনে রাখার মতো।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media