জিমে ওয়ার্কআউট কি ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে? এবার আবারও এই প্রশ্ন তুলে দিল অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Sidhdhanth Vir Surryavanshi)-র আকস্মিক মৃত্যু। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধান্ত দর্শকমহলে পরিচিত ছিলেন আনন্দ সূর্যবংশী নামে। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী, সকাল এগারোটা নাগাদ জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সিদ্ধান্ত। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সম্ভবতঃ সেই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সিদ্ধান্ত।
দ্রুত তাঁকে নিকটবর্তী কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা লাগাতার পঁয়তাল্লিশ মিনিট ধরে চেষ্টা করার পরও বাঁচাতে পারেননি সিদ্ধান্তকে। মাত্র ছেচল্লিশ বছর বয়সে প্রয়াত হন টেলিভিশনের এই জনপ্রিয় তারকা। সিদ্ধান্তের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। তাঁর বন্ধু ও সহকর্মী জয় ভানুশালী (Joy Bhanushali) সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে সিদ্ধান্তের উদ্দেশ্যে লিখেছেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন তিনি। সিদ্ধান্তের মৃত্যুসংবাদ সুনিশ্চিত করেছেন আদিত্য দেশমুখ (Aditya Deshmukh)। হিন্দি ডেইলি সোপ ‘জিদ্দি দিল মানে না’ -তে সিদ্ধান্তের সহ-অভিনেতা ছিলেন আদিত্য।
মডেলিং -এর মাধ্যমে কেরিয়ার শুরু করলেও একতা কাপুর (Ekta Kapoor) নির্মিত জনপ্রিয় সিরিয়াল ‘কুসুম’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন সিদ্ধান্ত। তাঁকে দেখা গিয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি’-তেও। সাম্প্রতিক কালে ‘কিঁউ রিস্তোঁ মে কাট্টি বাট্টি’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। বিয়ে করেছিলেন সুপারমডেল অ্যালেসিয়া রউত (Alesia Raut)-কে। তাঁদের দুই সন্তান রয়েছে।
কিন্তু আবারও জিমে ওয়ার্কআউট করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বারবার প্রশ্ন তুলে দিচ্ছে, ফিটনেস সচেতন হতে গিয়ে তাহলে কি জীবনকেই বাজি রাখছেন অভিনেতারা। মাত্র কয়েক মাস আগে একই ভাবে মৃত্যু হয়েছে রাজু শ্রীবাস্তব (Raju Shrivastava)-এর। পুনিত রাজকুমার (Punit Rajkumar)-এর মৃত্যুও হয় জিমে ওয়ার্কআউট করার সময় কার্ডিয়াক অ্যারেস্টের ফলে। সৌরভ গাঙ্গুলীও জিমে ওয়ার্কআউট করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অ্যাঞ্জিওপ্লাস্টি করার ফলে রক্ষা পান তিনি।
View this post on Instagram