Hoop Life

Skin Care Tips: দুধের মতো ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক

ত্বক সুন্দর এবং ফর্সা এর জন্য বাড়িতে থাকা কয়েকটি সহজ উপাদান, আপনার ত্বকের রঙ পরিষ্কার করতে সাহায্য করবে। আমরা ফর্সা হওয়ার জন্য কত কিছুই না চেষ্টা করি, কিন্তু আমরা জানি না বাড়িতে থাকা ছোটখাটো উপকরণ আমাদের ত্বক ভালো থাকার জন্য অনেকটাই সাহায্য করতে পারে। দেখে নিন Hoophaap এর পাতায় অসাধারণ ফেসপ্যাক বানানোর সহজ পদ্ধতি –

উপকরণ –
২ টেবিল চামচ মৌরি বাটা
২ টেবিল চামচ জিরা বাটা
৪ টেবিল চামচ টক দই
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ চিনি

ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি যদি মুখের উপরে ভালো করে লাগিয়ে নিন। অন্তত কুড়ি মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন ত্বক অনেক বেশি সুন্দর হবে। ত্বক ভালো রাখতে, এটি যদি সাত দিন ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন, ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তখন দূর করার জন্য এই সহজ ফেসপ্যাক, আপনি তৈরি করে রাখতে পারেন। তবে অনেকেরই জিরে বাটা অথবা টক দইতে সমস্যা হতে পারে। তাই এটি সামান্য পরিমাণে বানিয়ে কানের পিছনে দিয়ে একটু প্যাচ টেস্ট করে নেবেন, তারপরে এটি লাগাবেন যাদের কোন রকম সমস্যা হবে, তারা এটি একেবারেই ব্যবহার করতে পারবেন না।

whatsapp logo