Lifestyle: বাড়ির যেভাবে গয়না রাখলে সুখ-সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে
বাড়িতে গৃহিণী থাকবে আর গৃহিণীর গা ভর্তি গয়না থাকবে না, এমনটা হতেই পারেনা। বাড়িতে কোথায় গয়না রাখলে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে দেখে নিন তার কয়েক ঝলক। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
১) পূর্ব দিক হলো আপনার গহনা রাখার জন্য অত্যন্ত শুভ একটি দিক। পূর্বদিকে আপনি যদি নিয়ম করে গহনা রাখতে পারেন বা পূর্ব দিকে আলমারি স্থাপন করে সেই পূর্বদিকের আলমারিতে যদি লকার এর মধ্যে গয়না রাখেন, তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ।
২) শুধুমাত্র পূর্বদিক হৃদয় আপনার গৃহে দক্ষিণ দিকে কিন্তু আপনার গৃহে সোনা বা অন্যান্য নামি দামি গহনা রাখার জন্য উপযুক্ত একটি জায়গা।
৩) উত্তর দিকে আলমারি রেখে সেখানে আলমারির মধ্যে যদি গহনা রাখেন, তো আপনার শ্রীবৃদ্ধি দিনে দিনে হয়ে যাবে।
৪) বাড়ির পশ্চিম দিকে যেন কোনভাবেই না লকার বা আলমারি থাকে তাহলে কিন্তু আপনার জীবনের দুঃখ দুর্দশা নেমে আসতে পারে।
৫) যে ঘরে আলমারি বা লকার থাকবে, সেই ঘরের রং সাদা কিংবা ক্রিম কালার করাতে পারেন।
৬) আলমারি ভালো ঘরের মধ্যে রেখে দিন একটি মা লক্ষ্মীর ছবি। মা লক্ষ্মীর ছবি যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কোন অসুবিধা হবে না।