প্লেব্যাক গায়ক বললে ঠিক হবে নাকি মনের মানুষ, এর উত্তর আপনাদের কাছেই থাক। কিন্তু অরিজিৎ সিং নামটা উঠলেই একের পর এক বাংলা, হিন্দি গানের রোম্যান্টিক সুর ভেসে আসে। অরিজিৎ এমনই একজন গায়ক যার প্রেমের সুরে আজও এমন কোন প্রেমিক নেই ভেসে যাননি। বর্তমান সময়ের একজন প্রসিদ্ধ মনচুরি করা গায়ক হলেন অরিজিৎ। যাকে শুধু গায়ক বলা যায় না, শিল্পী বললে সঠিক বিচার হয় বুঝি। ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। সেদিন জিততে না পারলেও আজ অরিজিৎ সকলের মনে রাজ করছেন।
বিউলির ডাল, কলাইয়ের ডাল, আলুপোস্ত খাওয়া ছেলের মাংস একদমই পছন্দ নয়, তবে মাছ খুব প্রিয়। রেস্তোরাঁয় খেতে পছন্দ এক্কেবারে করেন না। ভীষণ হোমলি পারসন এই গায়ক। স্ত্রী সন্তানদের সঙ্গে অধিকাংশ সময় কাটাতে বেশি পছন্দ করেন। এমন এক মানুষ যার সরগমে বাংলা-হিন্দি কাবু, কিন্তু এই মানুষটি তাঁর স্ত্রীর কাছে একদম কাবু।
দ্বিতীয় বার বিয়ে করেছিলেন অরিজিৎ। স্ত্রীর নাম কোয়েল। এই স্ত্রী পূর্বে বিবাহিতা, তাঁর কোলে এক সন্তান ছিল। দিলদরিয়া অরিজিৎ সেই ভালবাসার কাছে হার মানেন। বিয়ে করেন ছোটবেলার বান্ধবীকে। অবশ্য প্রথম দিকে অরিজিৎ আরও একজনের সঙ্গে বিয়ে করেন। যদিও সেই নাম নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে বেশীরভাগ সংবাদপত্র গায়িকা রূপরেখা ব্যানার্জীর নাম নেন। কিন্তু এই নাম নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননা অরিজিৎ স্বয়ং। কিছু জায়গায় জানা যায় তাঁর আগের স্ত্রীর নাম। যদিও উইকিপিডিয়া বা অন্যান্য সোর্স এই ‘কোয়েল’ নাম ও তাঁর পরিচয় নিয়ে কোন উচ্চবাচ্য করে না। তবে কিছু হাতে গোনা সাইট আছে যারা সম্পূর্ণ অন্য কথা বলছে। নাহয় থাক সেসব কথা।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ অ্যাক্টিভ নন অরিজিৎ ও তাঁর বর্তমান স্ত্রী। সোশ্যাল মিডিয়া ও ক্যামেরার ঝলকানি থেকে দূরে থাকারই চেষ্টা করেন তিনি। কিন্তু আজও প্রতিটা মানুষের মনে তরতাজা অরিজিৎ এর দরদী কণ্ঠ, সুর, কথা, গান।