করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পুরো বিশ্ব। ব্যতিক্রম নয় ভারত ও। দ্বিতীয় পর্বে যেন বিনোদন জগৎ আরও বেশি বিধ্বস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। এই লিস্টে নাম আছে আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকরেরর মতো তারকারা। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একাধিক সিনেমার শ্যুটিং আটকে গিয়েছে। ‘সূর্যবংশী’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চড্ডা’র মত বিগ বাজেট ছবির মুক্তিও বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে এখন কোভিড কেসের সংখ্যা সব থেকে বেশি। ইতিমধ্যেই কোভিড কারফিউ শুরু হয়ে গিয়েছে মুম্বাই মহানগরীতে।
গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের বর্ষীয়ান চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। এক সংবাদমাধ্যমকে অভিনেতার নাতি জানান, গত ১৪ই এপ্রিল কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল অভিনেতার। এরপর থানের একটি কোভিড সেন্টারে ভর্তি করা হয়েছিল। সেখানেই ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হয়। দ্রুত হারে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। মাত্র ৬ দিনের লড়াই শেষ করে গত মঙ্গলবার মৃত্যুর কবলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা।
১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ সিনেমা দিয়েই চলচ্চিত্র জগতে কিশোর নন্দলস্করের আত্মপ্রকাশ। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। এছাড়া বলিউডে ‘খাঁকি’, ‘বাস্তব : দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মত একাধিক সুপারহিট ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গোবিন্দা অভিনীত ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ ছবির ‘সন্নাটা’ চরিত্রে আজও দর্শকের কাছে জনপ্রিয় তিনি।
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাই। অভিনেতার মৃত্যুসংবাদ পেয়ে সহকর্মী অভিনেতা গোবিন্দা শোকপ্রকাশ করেছেন। এছাড়া ইনস্টাগ্রামে অভিনেতার একটি সাদা কালো ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন রণবীর সিং। সাথে মন ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন অভিনেতা।