Hoop Life

Skin Care: ৩০ পেরোলেও ত্বক থাকবে ফর্সা টানটান, পার্লারের মতো স্কিন কেয়ার করুন বাড়িতেই

ত্বক অকালে বুড়িয়ে যাচ্ছে? এই বুড়িয়ে যাওয়া ত্বকে যদি আপনি আপনার হাতের মুঠোয় রাখতে চান অর্থাৎ বয়সকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার ত্বকের মাধ্যমে তাড়াতাড়ি, আজকে ছোট ছোট উপায় আমাদের পাতায় জেনে নেবেন। এই ছোট ছোট টিপস আপনার ত্বককে এক্কেবারে পাল্টে দেবে। অকাল বার্ধক্য জনিত সমস্যা থাকে সহজেই দূর করবে। ৩০ বছরও আপনাকে একেবারে ইয়াং লাগবে। তবে পুজোর আগে নিজেকে যদি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই হাতে তুলে নিন অসাধারণ একেবারে বাড়িতে তৈরি এন্টি এজিং ক্রিম।

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অ্যান্টি-এইজিং ক্রিম। তার জন্য আপনাকে নিতে হবে পরিমাণমতন অ্যালোভেরা জেল। সেই অ্যালোভেরা জেলের সমপরিমাণ গোলাপজল,সমপরিমাণ নারকেল তেল, সমপরিমাণ দুধ এবং সমপরিমাণ মধুর এই চারটে উপাদানটি খুব ভালো করে মিশিয়ে আপনাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে।

আর এর সঙ্গে যাদের ত্বকের অতিরিক্ত খারাপ অবস্থা, তারা একসঙ্গে দুই টেবিল-চামচ হাতের পেস্ট ভালো করে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়ে এর সঙ্গে মেশাতে পারেন, মিশ্রণটি রাত্রিবেলা যদি মুখ ভালো করে পরিষ্কার করে মুখের উপরে ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন, সকাল বেলা উঠে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে পারেন। তাহলেই দেখবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে।

এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক টানটান হবে। এছাড়া ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বকের ওপরে কালো দাগ দূর হয়ে যাবে। এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক টানটান হবে ত্বকের যে কোন সমস্যার সমাধানে ব্যবহার করুন। ৩০ বছরের পর থেকেই ব্যবহার করা উচিত তবে। যাদের পক্ষে এগুলো করা সম্ভব না তারা বাজারচলতি যেকোনো ব্র্যান্ডেড কোম্পানির এন্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন। তবে বাড়িতে বানানো কোন প্রোডাক্ট আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকের ওপরে কোনরকম স্থায়ী সমস্যা হবে না।

Related Articles