Hoop Life

Skin Care: ত্বকের কালো দাগ দূর করার সহজ ৫ পদ্ধতি

ত্বক দুধের মত ফর্সা করতে ব্যবহার করুন আলু। জেনে নিন আলুর ৫ টি ফেসপ্যাক। ত্বক ফর্সা করতে সাহায্য করবে এই টিপস। নিমেষে একেবারে ফর্সা হয়ে যাবেন।

১) আলু পেস্ট সকাল এবং রাত্রে বেলা শুতে যাওয়ার সময় খুব ভালো করে সারা মুখে, গলায় ভালো করে লাগিয়ে রেখে দিন। আধঘন্টা তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখুন ত্বকের দিনের মধ্যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।

২) আলুর ফেসপ্যাক আপনার ত্বকের জন্য অত্যন্ত ভালো। এক টেবিল চামচ আলু পেস্টের সঙ্গে দুই টেবিল-চামচ টমেটো পেস্ট ভাল করে মিশিয়ে, মুখে আধ ঘণ্টা লাগিয়ে রেখে দিন, তাহলেই দেখবেন তত সুন্দর হয়ে গেছে।

৩) আলুর পেস্ট এর সাথে তিন টেবিল চামচ দই মিশিয়ে মিশ্রন টি মেখে স্নান করুন। দেখবেন কত সুন্দর হবে।

৪) আলুর পেস্টের সঙ্গে খুব ভালো করে কাঁচা দুধ এবং চিনি ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি সপ্তাহে অন্তত তিনবার খুব ভালো করে লাগিয়ে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে হবে।

৫) আন্ডার আর্ম, হাঁটু, কনুই এ ভালো করে আলুর পেস্ট ঘসে আধ ঘন্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর হবে সহজে।

নিয়ম করে সাত দিন করতে হবে। তবেই উপকার পাবেন।

Related Articles