whatsapp channel

Solanki Roy: ‘গাঁটছড়া’ ছাড়ার পিছনে আসল কারণ জানিয়ে দিলেন শোলাঙ্কি!

বাংলা টেলিভিশন দুনিয়ার উদীয়মান অভিনেত্রীদের তালিকায় সোলাঙ্কি রায় (Solanki Roy) একটি উল্লেখযোগ্য নাম। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন ওয়েবসিরিজ থেকে বড় পর্দাতেও দেখা যায় তাকে। তার সরলতা ভরা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বাংলা টেলিভিশন দুনিয়ার উদীয়মান অভিনেত্রীদের তালিকায় সোলাঙ্কি রায় (Solanki Roy) একটি উল্লেখযোগ্য নাম। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন ওয়েবসিরিজ থেকে বড় পর্দাতেও দেখা যায় তাকে। তার সরলতা ভরা জীবন্ত অভিনয় থেকে শুরু করে তার রূপের আগুনেও মুগ্ধ তার ভক্তরা। ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’-র পর ‘গাঁটছড়া’তেও মনে রাখার মতো একটা চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। খড়ি চরিত্রটিকে বেশ জীবন্তভাবে উপস্থাপন করেছেন অভিনেত্রী। কিন্তু সেই খড়ি’ই এবার বিদায় নিতে চলেছেন গল্প থেকে। ধারাবাহিকের গল্প না ফুরোলেও খড়ি’র গল্প এবার শেষের মুখে।

Advertisements

‘গাঁটছড়া’ ধারাবাহিক নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। এই ধারাবাহিক শেষের ইঙ্গিতও মিলেছিল কয়েকদিন আগে। তারপর সামনে আসে স্লট বদলের আভাষ। তবে সেসব যে শুধুই জল্পনা, তা এবার দর্শকদের কাছে স্পষ্ট করে দিলেন নির্মাতারা। ধারাবাহিক এখনই শেষ হচ্ছে না, স্লটও বদলাতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই ধারাবাহিকের গল্প এবার লিপ নিতে চলেছে। অর্থাৎ গল্প এবার একধাপে এগিয়ে যাবে ২০-২৫ বছর। অর্থাৎ অনেক নতুন চরিত্রের আগমনের সঙ্গে অনেক পুরনো চরিত্রের বিদায়ের ঘন্টা বাজবে শীঘ্রই। আর এই তালিকায় সবার উপরে যে নাম রয়েছে, সেটি হল খড়ি চরিত্র। কিন্তু কেন আচমকা ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়? এবার এই উত্তর নিজেই দিলেন তিনি।

Advertisements

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পর্দার খড়ি বলেন যে ধারাবাহিক বন্ধ না হলেও তার চরিত্রের যাত্রাপথ খুব শীঘ্রই শেষ হচ্ছে। তিনি এও জানান যে চ্যানেলের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে, জেটিকে তিনি আর বাড়াতে রাজি নন। এর কারণ হিসেবে অবশ্য ব্যক্তিগত জীবনকেই তুলে ধরেছেন তিনি। অভিনেত্রী বলেন, “কয়েকদিন হল শরীরটা ভালো নেই। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থের উপর একটু ফোকাস করতে চাই।” এছাড়াও এরপর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেও জানান।

Advertisements

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী কিছু ইঙ্গিতপূর্ণ কথা লেখেন। সেখানে ধারাবাহিক ছাড়ার বিষয়ে না লিখলেও ইঙ্গিতে সবটা বুঝিয়ে দেন তিনি। সোলাঙ্কি লেখেন, ‘জীবনে কিছুই চিরন্তন নয়, পরিবর্তন ছাড়া। আমার এক বছরেরও বেশি সময়ের জার্নি শেষ হল! স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে দুঃখিত আর আনন্দিত। এই পথে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে– কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা জার্নি। এবার মুভ অন করার সময়। আমি পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করতে প্রস্তুত।’

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা