আল্লু অর্জুন (Allu arjun) দক্ষিণী ফিল্মের অন্যতম স্টাইলিশ তারকা হিসাবে পরিচিত। সাতটি ফিল্ম ফেয়ার পুরস্কারের অধিকারী অর্জুন ঘনিষ্ঠ মহলে ‘বান্নি’ নামে পরিচিত। তবে অনেকেই হয়তো জানেন না অর্জুন ফিল্মে ডেবিউ করেছিলেন মাত্র দুই বছর বয়সে।
1985 সালে তাঁর কাকা চিরঞ্জীবি (chiranjeevi)-র হাত ধরে ‘বিজেতা’ ফিল্মে ডেবিউ করেছিলেন অর্জুন। এরপর তিনি আরও একটি ফিল্মে ক্যামিও করলেও শৈশবে অভিনয় নিয়ে বেশিদূর এগোতে পারেননি অর্জুন। পরবর্তীকালে সাবালক হওয়ার পর ‘গঙ্গোত্রী’ ফিল্মের মাধ্যমে আল্লু অর্জুন হিসাবে অভিনেতার আত্মপ্রকাশ ঘটে। ‘গঙ্গোত্রী’-তে নায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অর্জুন।
অর্জুন চেন্নাইতে জন্মালেও কেরালায় তাঁর বিশাল ফ্যানবেস রয়েছে। কারণ তাঁর প্রায় সমস্ত ফিল্ম কেরালাতেই মুক্তি পেয়েছিল। ফেসবুকে অর্জুনের ফ্যান ফলোয়িং 1.3 বিলিয়ন-এর বেশি। এমনকি বলিউড অভিনেতা টাইগার শ্রফ (tiger shroff)-ও অর্জুনের একজন বড় ফ্যান। অর্জুন নিজের ফ্যানদের কাছে নিজের নামকরণ করেছেন ‘মাল্লু অর্জুন’। এমনকি ফ্যানদের দাবিতে অর্জুন অভিনীত ফিল্ম ‘আর্য’ একটি সিনেমা হলে টানা একশো দিন চালানো হয়েছিল।
মহিলাদের ক্রাশ হলেও অর্জুন 2011 সালে স্নেহা রেড্ডি (sneha Reddy)-কে বিয়ে করেছেন। তাঁদের এক ছেলে রয়েছে যার নাম আল্লু আয়ান (Allu ayaan) এবং এক কন্যা রয়েছে যার নাম আল্লু আরহা (Allu Arha) । পরিবারের সঙ্গে সময় কাটানো অর্জুনের অন্যতম পছন্দের বিষয়। এছাড়াও সময় পেলেই জিমন্যাস্টিক প্র্যাকটিস করেন অর্জুন যা তাঁকে ফিট থাকতে সাহায্য করে। অর্জুন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো ডান্সার। নিজের ফিটনেস ধরে রাখার চাবিকাঠি হিসাবে ডান্সকে চিহ্নিত করেছেন অর্জুন।