BollywoodHoop Plus

Salman Khan: সলমানকে বিয়ের স্বপ্ন নিয়ে মাত্র ১৭ বছর বয়সে ভারতে এসেছিলেন এই পাক তরুণী

বারবার নারীসঙ্গ নিয়ে বিতর্কে জড়িয়েছেন সলমান খান (Salman Khan)। তাঁর জীবনে এসেছে একাধিক নারী। সঙ্গীতা বিজলানি (Sangeeta Vijlani)-র সঙ্গে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই সঙ্গীতা বিয়ে ভেঙে দিয়েছিলেন। কিন্তু এরপরও সলমানের সঙ্গে বহু নারী সম্পর্কে জড়িয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন সোমি আলি (Somi Ali)। সুদূর নিউ ইয়র্ক থেকে শুধুমাত্র সলমানকে বিয়ে করতে ভারতে এসেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Somy Ali (@realsomyali)

নিউ ইয়র্কের পাকিস্তানি পরিবারে জন্মগ্রহণ করেন সোমি আলি। শৈশব থেকে বলিউডের প্রতি আকৃষ্ট না থাকলেও সলমান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ রিলিজ করার পর তাঁকেই বিয়ে করবেন বলে ঠিক করেন সোমি। তবে নব্বইয়ের দশকে সোমি যখন ভারতে আসেন, তখন কিন্তু তিনি এই দাবি করেননি। সেই সময় দিব্যি বলিউডের কয়েকটি ফিল্মে তিনি অভিনয় করেছিলেন। ফিল্মগুলি সেই ভাবে সফল হয়নি। মাত্র পাঁচ বছরের ফিল্মি কেরিয়ারে তিনি সলমানের সাথে সম্পর্কের জেরে বিখ্যাত হয়েছিলেন।

একসময় সলমানের পরিবারের সঙ্গেও সোমির ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সময় সলমান সঙ্গীতার সঙ্গে সম্পর্কে রয়েছেন। একসঙ্গে নেপাল যাওয়ার পরে সলমানকে বিয়ের প্রস্তাব দেন সোমি। কিন্তু সলমান বলেন, তাঁর গার্লফ্রেন্ড রয়েছে। সোমি জানিয়েছিলেন, তিনি পরোয়া করেন না।

সোমি সলমানের সঙ্গে সর্বত্র পৌঁছে যেতেন। সেই সময়ের কথা প্রসঙ্গে সোমি বলেছেন, সলমান তাঁকে নাকি “আই লাভ ইউ” বলেছিলেন। কিন্তু সলমানের পরিবার ও সলমান নিজে বারবার এই সম্পর্ককে অস্বীকার করেছেন। সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)-এর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল সলমানের। কিন্তু মাঝে সোমি প্রেমিকা হিসাবে নয়, তাঁর পারিবারিক বন্ধু হিসাবে তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। সোমি বারবার সলমানকে বিয়ের জন্য চাপ দিতেন। কিন্তু সলমান তা মানতে রাজি ছিলেন না। এক রাতে একটি নাইট ক্লাবে এই ঘটনা নিয়ে সলমানের সঙ্গে সোমির মতান্তর হলে রেগে গিয়ে সলমান সোমির মাথায় আইসক্রিম ঢেলে দিয়েছিলেন। এই ঘটনায় অপমানিত হয়ে নিউ ইয়র্ক ফিরে যান সোমি।

 

View this post on Instagram

 

A post shared by FitLook ® (@fitlookmagazine)

দেশে ফিরে গিয়ে কখনও তিনি সমাজসেবামূলক কাজ করেছেন, কখনও নারীর অধিকারের জন্য আন্দোলন করেছেন। কিন্তু বর্তমানে তিনি দাবি করেন, সলমানের সঙ্গে ওই নাইট ক্লাবের ঘটনার পর থেকে নাকি তাঁর দেখা হয়নি। অথচ কয়েক বছর আগেও সোমি বলেছিলেন, তিনি ও সলমান খুব ভালো বন্ধু। নিউ ইয়র্কে এলে সলমান নাকি তাঁর সাথে দেখা করেন। সোমির সঙ্গে বর্তমানে সলমানের একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অতএব বোঝা যাচ্ছে, নিজের কেরিয়ারের অসফলতা চাপা দিতেই সোমি এই ধরনের গল্প বানিয়েছেন।

Related Articles