Sonamoni Saha: কেন কমছে সিরিয়ালের টিআরপি! কারণ ব্যাখ্যা করলেন সোনামণি
কয়েক মাস আগে বাংলা টেলি ইন্ডাস্ট্রির চিত্রনাট্যকার ও পরিচালকরা জানিয়েছিলেন, ধারাবাহিকের নতুন এপিসোড চ্যানেলে সম্প্রচারিত হওয়ার আগেই ওটিটিতে দর্শকরা দেখে নিচ্ছেন। ফলে ধারাবাহিকগুলির টিআরপি নিম্নগামী হতে শুরু করেছে। কিছু ধারাবাহিক অফ এয়ার হয়ে গিয়েছে এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই। এবার একই সুর শোনা গেল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)-র গলায়।
মালদার মেয়ে সোনামণি ইন্ডাস্ট্রিতে ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। তবে এই ধারাবাহিক দ্রুত অফ এয়ার হয়ে গিয়েছিল। পরবর্তীকালে ‘মোহর’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন সোনামণি। এই ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। লাগাতার টিআরপি চার্টে এক নম্বর স্থানে ছিল ‘মোহর’। বর্তমানে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে রাধিকার ভূমিকায় অভিনয় করছেন সোনামণি। কিন্তু রাধিকার সাথে সোনামণির একটাই মিল। তাঁরা দুজনেই সাহসী। তবে রাধিকার মতো স্পষ্টবক্তা ও বুদ্ধিমতী নন বলে নিজেকে মনে করেন সোনামণি। তবে ইদানিং উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে শিখছেন তিনি।
‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে সোনামণির বিপরীতে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। তাঁদের অনস্ক্রিন রসায়নও দর্শকদের যথেষ্ট পছন্দ হচ্ছে। সোনামণিও মনে করেন, তাঁদের কেমিস্ট্রিতে অন্যরকম ফ্লেভার রয়েছে। তবে চন্দন সেন (Chandan Sen) যখন সোনামণির বাবার চরিত্রে অভিনয় করেন,তখন সকলে মুগ্ধ হয়ে তাঁকে দেখেন। কোনো কোনো ক্ষেত্রে সংলাপ না বলেই দৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দেন তিনি।
স্টার জলসার ধারাবাহিকগুলি অধিকাংশ দর্শক হটস্টারে দেখে নিচ্ছেন। ডিজনি প্লাস হটস্টারে কখনও বিনা পয়সায়, কখনও বা অফারে রিচার্জ করে দেখা যায় ধারাবাহিকগুলি। ফলে টেলিভিশনের আগেই ধারাবাহিকের নতুন এপিসোড দেখে নিচ্ছেন দর্শকদের একাংশ। ফলে টিআরপির দিক থেকে পিছিয়ে পড়ছে স্টার জলসা। কিন্তু জি ফাইভের রিচার্জের টাকার অঙ্ক বেশি হওয়ার কারণে জি বাংলার দর্শকদের বাধ্য হয়েই টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকের এপিসোড দেখছেন। সেটিও একরকম জয় হলেও সোনামণি কিছুটা চিন্তিত টিআরপি নিয়ে। কারণ স্টার জলসার মূল ব্যবসা টিআরপি থেকেই।
View this post on Instagram