whatsapp channel

Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলীর উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস ‘দাদাগিরি’-র মঞ্চে

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র যাত্রা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের লর্ডস থেকে। লর্ডসের মাঠে সৌরভের সেঞ্চুরি এখনও বাঙালির নস্টালজিয়া। তবে বর্তমানে ক্রিকেট সাম্রাজ্যের প্রশাসনের সাথে যুক্ত থাকার পাশাপাশি উদ্যোগপতি হিসাফেও নয়া…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র যাত্রা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের লর্ডস থেকে। লর্ডসের মাঠে সৌরভের সেঞ্চুরি এখনও বাঙালির নস্টালজিয়া। তবে বর্তমানে ক্রিকেট সাম্রাজ্যের প্রশাসনের সাথে যুক্ত থাকার পাশাপাশি উদ্যোগপতি হিসাফেও নয়া ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ। এছাড়াও জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালক তিনি। একান্ন বছর বয়সেও সৌরভ এভারগ্রিন। মুখে পড়েনি বয়সের ছাপ। এর মধ্যেই হয়ে গিয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তবু সৌরভের ফিটনেস ঈর্ষণীয়। সম্প্রতি ‘দাদাগিরি’-র মঞ্চে এসেছিলেন ‘নিম ফুলের মধু’-র সদস্যরা। রুচিরা ওরফে সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty) ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে জিজ্ঞাসা করলেন একান্ন বছর বয়সেও তাঁর টানটান ত্বকের রহস্য।

Advertisements

শনিবারের এই বিশেষ পর্বে সৌমির প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ। তিনি বলেন, সপ্তাহে একদিন করে তাঁকে বিউটি পার্লারে নিয়ে যান সৌরভের অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)। বিভিন্ন রকমের ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হয় সৌরভকে। সকালে একটা ক্রিম মাখেন তিনি। দুপুরে নেন বিউটি স্লিপ। বিকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবারও একটা ক্রিম মাখেন সৌরভ। তবে তাঁর বলার ধরনে সৌমি বুঝে গিয়েছিলেন, অলীক কাহিনী বলছেন সৌরভ। তিনি বলেন,সৌরভ যা বলছেন তা হতে পারে না।

Advertisements

তবে সৌমির কথায় সৌরভ না থেমে বলেন, তাঁর মা মুখে বেসন লাগিয়ে দেন। মাঝে মাঝে দুধের সরও লাগান সৌরভ। এছাড়াও সেটে এসে মেকআপ করেন। আসলে রূপটান নিয়ে যা যা জানতেন, এদিন সবই ‘দাদাগিরি’-র মঞ্চে জাহির করেন সৌরভ। তবে পরে জানান, মুখে কিছুই মাখেন না তিনি। তবে রীতিমত ডায়েট করেন সৌরভ।

Advertisements

বিরিয়ানি তাঁর প্রিয় খাবার হলেও বছরে একবার ডোনার জন্মদিনে তা খান সৌরভ। খান না ভাত, রুটি, পাউরুটিও।

Advertisements
whatsapp logo
Advertisements