Bengali SerialHoop PlusReality show

‘দর্শক পারিবারিক কূটকাচালী দেখতে পছন্দ করেন’, সিরিয়াল প্রসঙ্গে বিস্ফোরক সোনালি

স্টার জলসা ও জি বাংলার সাথে ক্রমশ প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে সান বাংলা। এই চ্যানেলের একের পর এক ধারাবাহিক যথেষ্ট বার্তাবাহী হয়ে জনপ্রিয়তা পাচ্ছে। এবার সান বাংলাও পা রাখল নন ফিকশনের দুনিয়ায়। এই চ্যানেলের হাত ধরেই সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরলেও এবার নতুন ভূমিকায় উচ্ছ্বসিত সোনালি। সান বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে সিঙ্গিং রিয়েলিটি শো ‘বাংলা মেলোডি’। এই শো সঞ্চালনা করবেন সোনালি।

আগামী 9 ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘বাংলা মেলোডি’-তে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদী ও লোকসঙ্গীত সহ বিভিন্ন জঁরের গান শোনা যাবে প্রতিযোগীদের কন্ঠে। সোনালির মতে, ‘বাংলা মেলোডি’ মূলতঃ গান তৈরির গল্প। শিল্পীদের গান যাপনের গল্প তুলে ধরবে ‘বাংলা মেলোডি’। গানের জগতে প্রতিষ্ঠিত শিল্পীরা থাকছেন বিচারকের আসনে। এর আগেও বিভিন্ন শো সঞ্চালনা করেছেন সোনালি। তবে সিঙ্গিং রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসাবে এটিই তাঁর প্রথম কাজ। সঞ্চালনা করতে পছন্দ করেন বলে জানালেন সোনালি। তবে পাশাপাশি অভিনয়ও করছেন সোনালি।

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজ কাল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে চরিত্রটি সবসময় দেখা যাবে না। ঘটনাচক্রে মাঝে মাঝে ফিরে আসবে সে। তবে বর্তমান সময়ে ধারাবাহিকের কন্টেন্টের পরিবর্তন রয়েছে কিনা তা নির্মাতাদের ভাবার প্রসঙ্গ বলে মনে করেন সোনালি। এর আগে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে অভিনয় করেছেন সোনালি। তবে সেটি অন্য স্বাদের ধারাবাহিক হওয়ার ফলে কম টিআরপির কারণে অফ এয়ার হয়ে গিয়েছিল।

ফলে সোনালির মনে হয়, দর্শকদের একটি বড় অংশ পারিবারিক কূটকাচালী দেখতে পছন্দ করেন বলেই ওই ধরনের ধারাবাহিকগুলির টিআরপি যথেষ্ট ভালো এবং সেগুলি বহুদিন ধরে চলছে।

Related Articles