Hoop PlusHoop TrendingTollywood

বিচ্ছেদের পর আবারো মিলনের সুর, শ্রাবন্তীকেই ফের আঁকড়ে ধরতে চাইছেন রোশন সিং!

এই বছর যেমন টলি পাড়ায় প্রায় পাঁচ তারকা চার হাত এক করে নিয়েছেন, আবার বিচ্ছেদের করুন সুরও ভেসে এসেছে। এই বছরের শুরুতেই বিয়ে করেছিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়। তেমনই গৌরব- দেবলীনার বিয়েও হয় ডিসেম্বরের দোরগোড়ায়। এরই মধ্যে অনেক সম্পর্ক যেমন গড়ে উঠেছে তেমন ভেঙ্গেছেও। অন্তত সোশ্যাল মিডিয়ার পাতা এই কথাই বলে যে টলি ডিভা শ্রাবন্তী আর রোশনের মিষ্টি বৈবাহিক জীবনে আজ অনেক বড় শুন্যতা।

অন্যান টপিকের পাশাপাশি শ্রাবন্তী-রোশনের ব্যক্তিগত কড়চা বহুবার উঠে এসেছে পেজ থ্রি-র পাতায়। সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ থেকে এই দুইজনের একত্র ছবি গায়েব। শ্রাবন্তী তাঁর নামের পাস থেকে পদবীও সরিয়ে দিয়েছেন, শুধু সিঁদুরটাই তুলতে পারেননি এই আর কি। এদিকে রোশন সম্পূর্ণ নিজের মতন একা জীবন যাপন করছেন। কখনো লং ড্রাইভে যাচ্ছেন, তো কখনো পোষ্য কুকুরদের সঙ্গে শপিং করতে যাচ্ছেন তো কখনো দুর্বল স্টোরি দিচ্ছেন।

আজ্ঞে হ্যাঁ, এমনই একটা স্টোরি ক্রিয়েট করেছেন রোশন যা দেখে এটা স্পষ্ট যে বছর শেষে শ্রাবন্তীকে খুব মিস করছেন রোশন। রবিবার রাতে ৩টি স্টোরি পোস্ট করেন রোশন। সেখানেই দেখা যায় একটা কনসার্ট চলছে, চারিদিকে আলো-উত্তেজনা-নাচ-গান। কাপলরা একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এই শীতের মধ্যে প্রেয়সীর শরীরের উষ্ণতা নিয়ে সকলে বর্ষফুর্তির মজা নিচ্ছেন, এদিকে একটি ছেলে একা নিজেকে জড়িয়ে মুখ ভেটকে রেখেছে। সে যে একা। তাই একা একা নিজেকে জড়িয়ে কাপলদের শেষে দাঁড়িয়ে আছে। ওই ছবির মধ্যে লেখা My Condition অর্থাৎ ‘আমার অবস্থা’।

তাহলে কি রোশন শ্রাবন্তীকে মিস করছেন? অভিমান ভুলে বৌকে কি আবার বুকে টেনে নেবেন? সবটাই হয়তো সময় বলবে।

Related Articles