Hoop PlusTollywood

Srabanti Chatterjee: গোলাপি আভায় শরীরের খেলা দেখালেন শ্রাবন্তী, ঘাম ঝরলো পুরুষ ভক্তদের!

শ্রাবন্তী মানেই সোশ্যাল মিডিয়ায় একটা ধামাকা মাচাবেন এমনটাই স্বাভাবিক। কারণ তার এত সুন্দর রূপের ছটায় পাগল না হয়ে কেউ থাকতেই পারবেননা। তাইতো বারংবার অনেক পুরুষ মানুষ তার প্রেমে পড়েন, তবে কোন প্রেমটাই বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। সেটা অন্য ব্যাপার। সেই কারণেও মাঝে মধ্যেই কিন্তু কটু কথা ধেয়ে আসে শ্রাবন্তীর দিকে, কিন্তু তাতে শ্রাবন্তী খুব একটা পাত্তা দেন না, তিনি দিল খোলা মানুষ। সবার জন্যই তিনি তার ভালোবাসাকে উজাড় করে দেন।

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী। বাংলা সিনেমা প্রেমী দর্শকদের অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘মায়ার বাঁধন’ সিনেমার মধ্যে দিয়ে টলিউডে অভিষেক ঘটেছিল তাঁর। চ্যাম্পিয়ন’ , ‘দুজনে’ , ‘ওয়ান্টেড’, ‘ফাইটার’, ‘গয়নার বাক্স’ প্রভৃতি সিনেমায় তার অনবদ্য অভিনয় অনুরাগীদের মন জয় করে । জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এ বিচারকের ভূমিকার দেখতে পাওয়া গিয়েছে তাকে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে শ্রাবন্তী। যেখানে দেখা যাচ্ছে, গোলাপি পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। অসাধারণ মেকআপ গোলাপি পোশাকের সঙ্গে একেবারে গোলাপি আভায় মাখামাখি হয়েছে তার মুখটা। হেয়ার স্টাইল ভীষণ মানানসই হয়েছে তার সাজের সঙ্গে। মনে হচ্ছে, তিনি গাড়িতে বসে আবারো কোথাও বেড়াতে যাচ্ছেন শ্রাবন্তী বরাবরই বেড়াতে যেতে ভীষণ ভালোবাসেন। ইনস্টাগ্রামে তার পেজ খুলে দেখাই যায়, শুধুমাত্র ফটোশুট না, তার সঙ্গে প্রচুর বেড়াতে গিয়ে ছবি তোলেন তিনি।

ছবিটিতে প্রায় চার হাজার মানুষ লাইক দিয়েছেন এবং প্রায় দেড়শ জন কমেন্ট করে শ্রাবন্তীর প্রশংসা করেছেন। আর করবে নাই বা কেন এত সুন্দরী যখন শ্রাবন্তী তাকে তো দেখে প্রশংসা করতেই হবে, সবচেয়ে সুন্দর লাগছে তার অসাধারণ হেয়ার স্টাইল৷ নতুন চুলের স্টাইলে ফটো তুলে শ্রাবন্তীকে যেন আরো বেশি কিউট লাগছে। কমেন্ট করে প্রত্যেকেই কিন্তু অনেক রকমের মেসেজ করেছেন, তারা প্রত্যেকেই তাদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন।দেখে নিন সাজের ঝলক-

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক