Hoop PlusTollywood

Srabanti Chatterjee: ভেজা শরীরে হামাগুড়ি দিয়ে এটা কি করলেন শ্রাবন্তী!

সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং গান ‘টাম টাম’। এখন ভিডিও সঙ্গে এই গানকে জুড়ে দেওয়া হয় এখন নানান প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মাধ্যমে কোন নাচ, গান বা যেকোনো প্রতিভা ভাইরাল হতে সময় লাগে না। বর্তমানে হাতে শুধু একটা মুঠোফোন থাকলেই যথেষ্ট কারুর যদি মন ভালো না থাকে বা কারোর যদি সময় কাটতে না চায় কিংবা কেউ যদি একটু একা একা নিজের মতন থাকবেন, ভাববেন তাহলে কিন্তু তার একমাত্র সঙ্গী হতেই পারে তার হাতের মুঠোফোনটি।

‘টাম টাম’ এই একটা গান শুনলেই যেন চারিদিকে সারা সময় বেজেই চলেছে। কিন্তু এই গানকে ব্যাকগ্রাউন্ডে রেখে শ্রাবন্তীর ওয়ার্ক আউট করছে তাও আবার মাকড়সার মতন হামাগুড়ি দিয়ে। এই গানটি ব্যাকগ্রাউন্ডে রেখে আপাতত সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে তার instagram এ নানান রকম ভিডিও পোস্ট করেন।

অভিনেতা অভিনেত্রীরা এখন আর শুধুমাত্র অভিনয় করেন না, তারা সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যমে রীতি মতন অ্যাক্টিভ থাকেন। এই নিয়ে জনতাদের কৌতূহলের শেষ নেই, তাদের অভিনেত্রীরা কিরকম কি জীবনযাপন করছেন, তারা কিন্তু সব খেয়াল রাখেন। তবে এর ফলে খুব সহজেই তারা অভিনেত্রীদের কমেন্ট করতে পারেন, ভালো লাগছে কি খারাপ লাগছে, সব সময় যে অভিনেত্রীরা প্রশংসা পান এমনটা কিন্তু নয়, নিন্দার ঝড় উঠে তাদের বিরুদ্ধে।

তবে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বিতর্কিত চরিত্র কিন্তু শ্রাবন্তী। শ্রাবন্তীর বিয়ে নিয়ে, শ্রাবন্তীর প্রেম নিয়ে এছাড়া নানা কারণে মাঝে মধ্যে খবরের শিরোনামে আসেন। শ্রাবন্তীর এত সুন্দর ত্বকের রহস্য কি workout? তাই হবে, Instagram এ প্রায়শই তাকে ওয়ার্ক আউট করতে দেখতে পাওয়া যায়, কিন্তু এমন স্পাইডারম্যানের মতন চলতে কিন্তু এর আগে কেউ কোন দিন দেখেনি, আবার ব্যাকগ্রাউন্ডে যদি এত সুন্দর একটা গান বাজে তাহলে তো ভিডিও ভাইরাল হবে সকলের কাছে।

আপনি কি ভিডিও দেখতে মিস করে গেছেন? তাহলে আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি –

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক