Hoop Life

Lifestyle: অর্থের সমস্যা মিটবে চিরতরে, শ্রাবণ মাসে মেনে চলুন এই পাঁচটি টোটকা

শ্রাবণ মাসে মানতে হবে এই পাঁচটি নিয়ম। তাহলেই দেখবেন আপনার জীবন একেবারে সুন্দর হয়ে গেছে, হিন্দু শাস্ত্র মতে, গোটা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে আপনি যদি নিয়ম করে মহাদেবের পুজো করেন তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

১) অনেক সময় আমরা দেখেছি, অনেকের বাড়িতেই কল থেকে জল সমানে পড়ে যায়, কিন্তু কখনই গোটা শ্রাবণ মাসে খেয়াল করবেন, এমনটা যেন না হয়। যদি হয় কলের যদি কোন সমস্যা থাকে তাহলে তৎক্ষণাৎ সারিয়ে নিন এতে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন, আর যদি পরিবেশের কথা ভাবেন, তাহলে অনর্গল জল পড়ে যাওয়াটা মোটেই ভালো নয়।

২) শ্রাবণ মাসে বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান এবং সকালবেলা ঘুম থেকে উঠে পুরস্কার কাপড়ের তুলসী গাছে জল দিন।

৩) প্রতিদিন সন্ধ্যেবেলার ধূপ ধুনো দিয়ে আপনার ঘরকে ভরিয়ে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে সোমবার করে অন্তত সন্ধ্যাবেলায় মহাদেবের সামনে ধোয়া দেন।

৪) শ্রাবণ মাসে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং প্রদীপ হতে হবে এবং তার নিচে একটি লবঙ্গ রেখে দিন, দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

৫) শ্রাবণ মাসে যদি কোন আসবাবপত্র বানান তাহলে কখনই কোন কোণ মতন আসবাবপত্র রাখবেন না, সে ক্ষেত্রে গোলটেবিল জাতীয় কোন আসবাবপত্র রাখার জন্য অত্যন্ত শুভ।

whatsapp logo