Hoop PlusTollywood

Sreelekha Mitra: কি কারণে শ্রীলেখার চোখেমুখে গড়িয়ে পড়ল একরাশ আক্ষেপ!

ঠোঁটকাটা স্বভাব ও চটুল কথাবার্তার জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নানা বিরূপ মন্তব্যকে পাশ কাটিয়ে স্বাধীনচেতা মহিলা রূপে বারবার আত্মপ্রকাশ করেছেন তিনি। তবে এবার তার গলায় আক্ষেপের সুর। আক্ষেপ হবেই না বা কেন! দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন মিস করে গেলেন শ্রীলেখা। মেকআপ করে রেডি হয়ে থাকলেও বিয়েবাড়ি আর যাওয়া হল না অভিনেত্রীর। কিন্তু কেন বিয়েবাড়ি যেতে পারলেন না শ্রীলেখা? দেখুন।

রবিবার সাতপাকে বাঁধা পড়লেন বাম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। বিয়ের অনুষ্ঠান ছিল বর্ধমানে। আর সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন শ্রীলেখা মিত্রও। সঙ্গে আবার নাতনিরও বিয়ে। কিন্তু কোনো বিয়েবাড়িতেই যাওয়া হল না শ্রীলেখার। তাকে ডুবিয়েছে তার গাড়ির ড্রাইভার। তাই রবিবার দুপুরে ড্রাইভারের খোঁজে একটি ফেসবুক পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘বহুদিন বাদে আজ বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাও আবার দু দুটো এবং দুটোতেই যাওয়া চাই। প্রথমত মাসি যিনি আমাদের সঙ্গে আছেন ১৬ বছরের বেশি সময় ধরে তাঁর নাতনির বিয়ে… যেতেই হবে। দ্বিতীয়টা হল অনেক মেয়েকে চোখের জলে ভাসিয়ে শতরূপ ঘোষ বিয়ে করছেন। সেখানে না গেলে ভবিষ্যতে ট্রোলারসদের কনটেন্টে ঘাটতি পড়বে। অতএব সেখানেও হাজিরা দিতে হবে। কিন্তু আমার ড্রাইভার আজ খুব ব্যস্ত। কেউ ড্রাইভার যোগার করে দিতে পারবে আমায়?’

তারপর আবার গতকাল সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মুখে মেকআপ করে, গা ভর্তি গয়না পরে এক্কেবারে বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি তিনি। বাকি শুধু লিপস্টিক পরা। এই ভিডিওতেও শ্রীলেখা বলেন তার আক্ষেপের কথা। ড্রাইভারের গরহাজির হওয়ায় তার বিয়েবাড়ি না যাওয়ার কষ্ট প্রকাশ করেন অভিনেত্রী। আর এই দুই পোষ্টে বয়ে গেছে কমেন্টের বন্যা। কেউ শতরূপ-শ্রীলেখাকে নিয়ে তির্যক মন্তব্য যেমন করেছেন, কেউ আবার তার ড্রাইভার হয়ে যাওয়া বা নিজের গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে শেষমেষ সেইসব অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করে শ্রীলেখা বলেন, ‘অন্যের গাড়ি নিয়ে বিয়েবাড়ি যাওয়া, সেটা তো আর সম্ভব নয়’। তবে পুরো বিষয়টিই যে তিনি মজার ছলে করেছেন, তাও বলেছেন শেষমেষ।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা