Bengali SerialHoop Plus

Srijla Guha: বাংলা সিরিয়াল অতীত, এবার ‘বাহুবলী’ খ্যাত সুপারস্টারের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী সৃজলা!

মডেলিং-এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটেছিল সৃজলা গুহ (Srijla Guha)-র। স্টার জলসার একদা জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এর মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেছিলেন তিনি। পিহুর চরিত্রে সৃজলার অভিনয় সকলের যথেষ্ট পছন্দ হয়েছিল। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। সৃজলা-শনের জুটি দর্শকদের প্রিয় ছিল। ‘মন ফাগুন’ অফ এয়ার হওয়ার পর সৃজলাকে ‘হরগৌরী পাইস হোটেল’-এ ক্যামিও করতে দেখা গিয়েছিল। তবে নায়িকার চরিত্রে এখনও অবধি ছোট পর্দায় তাঁর দেখা মেলেনি। তবে রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee) পরিচালিত ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’-তে অভিনয় করছেন সৃজলা। এবার শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজেও দেখা যাবে তাঁকে।

তবে সৃজলা এখন বিষয়টি সুনিশ্চিত করেননি। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজটির নাম ‘সলতনত’। শমীক বসু (Shamik Basu) প্রযোজিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন কুণাল বসু (Kunal Basu)। কুড়ি পর্ব সমন্বিত ওয়েব সিরিজ ‘সলতনত’-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা রাণা দগ্গুবাত্তি (Rana Daggubatti)। রাণার বিপরীতে দেখা যাবে সৃজলাকে। তবে বৃষ্টির কারণে এখনও অবধি শুরু হয়নি ‘সলতনত’-এর শুটিং।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, ‘সলতনত’-এর সঙ্গীত পরিচালনা করছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)। কিন্তু সৌম্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ। সৃজলা অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ফটোশুট ও রিল শেয়ার করতে ব্যস্ত।

সাম্প্রতিক কালে নিজের বেলি ডান্সের রিল ইন্সটাগ্রামে শেয়ার করে নেটিজেনদের একাংশের কাছে যথেষ্ট সমালোচিত হয়েছেন সৃজলা। তবে কোনো রকম ট্রোলের উত্তর দেননি তিনি।