Finance News

SBI: এই কাজ না করলেই রাতারাতি বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভুল করার আগে সাবধান!

বর্তমান সময়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই।বলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা ভীষণ জরুরি। কারো থাকে একটি অ্যাকাউন্ট, কারো আবার একাধিক।

বর্তমানে ভারতে সরকারি ও বেসরকারি মিলিয়ে কয়েকশো ব্যাঙ্ক রয়েছে। তবে সব ব্যাঙ্কের থেকে বেশি জনপ্রিয় হল State Bank of India। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের সঞ্চয়ের টাকা জমা হোক বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে, সবেতেই ভালো হারে রিটার্ন পাওয়া যায়। এই কারণেই অনেক বিনিয়োগকারীর প্রথম পছন্দ হয় স্টেট ব্যাঙ্ক। কারণ একদিকে যেমন এই ব্যাঙ্কে টাকা রাখাটা সুরক্ষিত, অন্যদিকে এই ব্যাঙ্কের স্কিমে দারুন হারে রিটার্ন পাওয়া যায়।

সম্প্রতি, স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তা বেড়েছে একটি খবরে। শোনা যাচ্ছে যে স্টেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো আবশ্যিক। শোনা যাচ্ছে যে এমনটা না করা হলে নাকি সেইসব গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অনেকে এই ধরণের মেসেজ পেয়েছেন তাদের মোবাইলে। আবার অনেকে ইমেল মারফত এমন বার্তা পাচ্ছেন। আর সেই কারণেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে বাড়ছে সংশয়।

তবে এই বিষয়টি নিয়ে এবার সরব হয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। সম্প্রতি, পিআইবি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছে। তারা জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। তারা আরো জানিয়েছে যে প্রতারকরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামে গ্রাহকদের কাছে এই ধরনের মেসেজ পাঠাচ্ছে এবং এর মাধ্যমে তাদের মনের সংশয়ের সুযোগকে কাজে লাগিয়ে প্যানের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিআইবি-র তরফে এই ধরনের ভুয়ো মেসেজে ভরসা করতে বারণ করা হয়েছে।

Related Articles