Advertisements

Mahalaya TRP: বাঁকা হাসি থেকে শুরু করে ট্রোলিং! এরপরেও শুভশ্রীর চমকে হারিয়ে গেলেন সোনামণি

Avatar

Susmita Kundu

Follow

পুজো শেষ, কিন্তু পুজোর চমক এখনও রয়েছে। গোটা অক্টোবর ধরে থাকবে পুজোর মেজাজ। এখনও বহু জায়গায় প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে, বাকি আছে কার্নিভাল, বাকি আছে লক্ষ্মী পুজো ও দীপাবলি। তাই গোটা অক্টোবর জুড়ে চলবে উৎসব। বিশেষত বাঙালির কাছে কোনো উৎসব একবার শুরু হলে তার রেশ কাটে অনেকদিন পর। এখনও ট্রেনে বাসে, পথে ঘাটে পুজোর ভিড় উপচে পড়ছে, এমত অবস্থায় মহালয়া নিয়ে যদি দু’চার কথা ওঠে, তবে, খুব বেশি পুরোনো স্মৃতিমন্থন হবে না। গত মাসের ২৫ তারিখ ছিল মহালয়া। রেডিওতে চণ্ডী পাঠ শোনার পর গোটা বাংলা অধীর আগ্রহে বসে থাকে বাংলার কিছু নির্দিষ্ট চ্যানেলের দিকে। এই যেমন এবারে মহালয়ার আকর্ষণ ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), এবং সোনামণি সাহা (SonaMoni Saha)। তিনজনেই তিনটি বাংলা চ্যানেলের মুখ ছিলেন। চলুন দেখে নিই কে টিআরপি ( TRP) বিচারে ভালো স্কোর করেছেন – শুভশ্রী নাকি সোনামণি?

জি বাংলা মহালয়া ( Zee Bangla mahalaya)

প্রথম যখন জি বাংলার মহালয়ার প্রোমো মুক্তি পায়, তখন মানুষ শুভশ্রীকে নিয়ে নানান সমালোচনায় মাতে। কেউ কেউ বলে বারবার এক শুভশ্রী শুধু, কেউ কেউ বলে, শুভশ্রী ঠিক থাকলেও এত সিংহ, এত উড়ন্ত সিংহবাহিনী কোথা থেকে এলো? জি বাংলার মহালয়ার কনসেপ্ট অনেকের পছন্দ হয়নি।এমনকি মহালয়া সম্প্রচারের পর বহু মানুষ, বহু সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটাররা নিন্দা করেছেন । সিংহ ভাগ মানুষের কাছে জি বাংলার কনসেপ্ট একেবারেই না পসন্দ।

স্টার জলসা মহালয়া ( Star jalsha mahalaya)-» স্টার জলসার মহালয়া ‘যা চণ্ডী’-তে এবার ছিল বড় চমক, দেবী দুর্গা হয়েছিলেন সোনামণি সাহা, পার্বতী দেবচন্দ্রিমা সিংহ রায়, ভয়ঙ্করী চামুণ্ডা হয়েছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। পাশাপাশি বর্তমান সময়ের দুর্গা হয়েছিলেন শোলাঙ্কি, অসুর সাজে সৌরভ।

শুভশ্রী বনাম সোনামণি (Subhashree vs SonaMoni Saha)-» 

মহালয়া শুরুর আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বহুবার সমালোচিত হন। এরপরেও জি বাংলার টিআরপি ৫.৪, অন্যদিকে স্টার জলসার টিআরপি ৪.১.

তাহলে কি শুভশ্রী বড় মাপের অভিনেত্রী বলেই হিট নাকি মহালয়ার ভুলভাল গল্প দেখানোর জন্য হিট? এর উত্তর অবশ্য জনতা দিয়ে দিয়েছেন। তবে, আজকের দিনে ব্যতিক্রমী বা ভুলে ভরা কিছু করলেই টিআরপি বাড়ে চড়চড় করে।

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow